• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে বিজেপির রাজ্য সভাপতিকে আটক করল তেলেঙ্গানা পুলিশ 

হায়দরাবাদ, ৫ এপ্রিল –  দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এবার তেলেঙ্গানা পুলিশের হাতে আটক হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ বন্দি সঞ্জয়। যদিও তেলেঙ্গানার রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ, তিনি রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন বলেই তাঁর বিরুদ্ধে এমন দমনমূলক পদক্ষেপ। এ নিয়ে জোর শোরগোল তেলেঙ্গানার রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার মধ্য রাতে করিমনগরের বাড়ি থেকে

হায়দরাবাদ, ৫ এপ্রিল –  দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এবার তেলেঙ্গানা পুলিশের হাতে আটক হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ বন্দি সঞ্জয়। যদিও তেলেঙ্গানার রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ, তিনি রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন বলেই তাঁর বিরুদ্ধে এমন দমনমূলক পদক্ষেপ। এ নিয়ে জোর শোরগোল তেলেঙ্গানার রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার মধ্য রাতে করিমনগরের বাড়ি থেকে আটক করা হয়েছে এই বিজেপি নেতাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেলঙ্গানা সফরের আগে এই বিজেপি নেতাকে আটক করা ঘিরে ছড়িয়েছে রাজনৈতিক উত্তাপ। বিজেপি কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপির অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্র করেই আটক করা হয়েছে তেলেঙ্গানার এই বিজেপি নেতাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র সফরের আগে বিজেপি-র উপর চাপ বাড়াতে কেসিআর সরকার এই ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ সে রাজ্যের বিজেপি নেতাদের। ৮ এপ্রিল তেলেঙ্গানা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ঐদিন তিনি একটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন। সেকেন্দ্রেবাদ- তিরুপতি বন্দে ভারত ট্রেনের সূচনার পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর।

৪ এপ্রিল, মঙ্গলবার থেকে শুরু হয়েছে তেলেঙ্গানার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। প্রথম পরীক্ষার দিনই বিতর্ক শুরু হয় । অভিযোগ ওঠে হিন্দি প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ওই ঘটনায় মঙ্গলবার রাতে তেলঙ্গানা বিজেপি রাজ্য সভাপতির বাড়িতে যায় পুলিশ। এই খবর পেয়ে বিজেপি সমর্থকেরা দলের রাজ্য সভাপতির বাড়ির সামনে জড়ো হন। শুরু হয় গোলমাল। মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য বিজেপির রাজ্য প্রধানকে নিয়ে যাওয়ার সময় বাধা দেয় বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের হঠাতে লাঠি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আটক হন বিক্ষোভে সামিল বিজেপি সমর্থকদের কয়েক জন।সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায় , করিমনগরের বাড়ি থেকে মঙ্গলবার মধ্যরাতে আটক করা হয় বিজেপি সাংসদকে। সেখান থেকে তাঁকে নালগোন্ডার বোম্মালা রামারাম থানায় নিয়ে যাওয়া হয়। তেলঙ্গানার বিজেপি প্রধানকে টেনে হিঁচড়ে ভ্যানে তোলার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তেলেঙ্গানার বিজেপি প্রধানের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে রাস্তায় নামেন বিজেপি কর্মী সমর্থকরা।