তলব পেয়ে নিজাম প্যালেসে হাজির তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা

কলকাতা , ২৫ এপ্রিল – তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই।   নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।  তাঁর বাড়িতেও গত সপ্তাহে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তলব পেয়ে মঙ্গলবার সকালে নিজাম প্যালেস পৌঁছন তিনি।

টাকার বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তাপসের বিরুদ্ধে। শিক্ষক নিয়োগে দুর্নীতির যে অভিযোগে গত কয়েকমাস ধরে রাজ্য রাজনীতি তোলপাড়, তাতে তাপসেরও ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন দলের নেতাদেড় একাংশ।  গত শুক্রবার, ইদের আগের দিন বিকেলে তাপস সাহার তেহট্টের বাড়িতে অভিযান চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি করেন তাপসের বাড়ি, তাঁর আপ্তসহায়কের বাড়ি,  বাড়ির পাশের পুকুরপাড়েও। প্রায় ১৫ ঘণ্টার ওই অভিযানের পর তাপসের বাড়ি থেকে কিছু নথি পাওয়া যায় বলে সূত্রের খবর। পরে তাপস দাবি করেন, সিবিআই তাঁকে বলেছে তিনি ‘রাজনৈতিক চক্রান্তের শিকার’।  এবার তাপসকে কলকাতায় ডেকে পাঠানো হয়। তলব পেয়ে তাপসও হাজির হন নিজামে।

সিবিআই সূত্রে খবর , তাপসের বাড়ির পাশের পুকুরপাড়ে নথি পুড়িয়ে দেওয়ার প্রমাণ মিলেছে। সেই পুড়ে যাওয়া নথির নমুনাও সংগ্রহ করে সিবিআই। গত সপ্তাহে কর্নাটক এবং রাজ্যের বেশ কিছু জায়গায় তল্লাশি চালায় সিবিআই। সেখান থেকেও কিছু নথি মেলে। সে ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।