• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মাত্র ৪০ টাকায় ক্যানসার সারানোর সাবান বানিয়ে বিশ্বকে তাজ্জব করে দিল ১৪ বছরের কিশোর

যতই সাবধানতা গ্রহণ করা হোক না কেন ক্যানসার থেকে মুক্তি নেই গোটা বিশ্বের৷ বিশ্বের প্রায় সব দেশে এই কর্কটরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, আর মুক্তির উপায় খুঁজতে বিভিন্ন প্রান্তে বসে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন বহু বিজ্ঞানী৷ তবে ভার্জিনিয়ার এক শহরে বসে ক্যানসার নিরাময়ের উপায় খুঁজে বের করল এক ১৪ বছরের কিশোর৷ তার আবিষ্কার দেখে তাজ্জব তাবড়

যতই সাবধানতা গ্রহণ করা হোক না কেন ক্যানসার থেকে মুক্তি নেই গোটা বিশ্বের৷ বিশ্বের প্রায় সব দেশে এই কর্কটরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, আর মুক্তির উপায় খুঁজতে বিভিন্ন প্রান্তে বসে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন বহু বিজ্ঞানী৷ তবে ভার্জিনিয়ার এক শহরে বসে ক্যানসার নিরাময়ের উপায় খুঁজে বের করল এক ১৪ বছরের কিশোর৷ তার আবিষ্কার দেখে তাজ্জব তাবড় বিজ্ঞানীরাও৷ ‘গায়েব’ হবে ত্বকের ক্যানসার! এমনই এক সাবান তৈরি করে ফেলেছে ভার্জিনিয়ার আন্নানডালের বাসিন্দা হেম্যান বেকলে৷ তার সেই আবিষ্কার শুধুমাত্র স্বীকৃতি পেয়েছে তাই নয়, আমেরিকার শীর্ষ স্থানে থারা তরুণ বিজ্ঞানীদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছে হেম্যান৷
আমেরিকার থ্রীএম নামে এক সংস্থার তরফ থেকে সম্প্রতি বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে হেম্যানকে৷ তার তৈরি সাবান এক যুগান্তকারী আবিষ্কার বলেই মনে করছেন বিজ্ঞানীরা৷ শুধু রোগ নিরাময় হবে, তাই নয়, চিকিৎসার খরচও অনেক কমবে বলে মনে করা হচ্ছে৷ জানা গিয়েছে, ওই সাবানটি তৈরি করতে খরচ পড়ছে ০.৫০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪০ টাকা বা তার কিছু বেশী৷ থ্রীএম নামে ওই সংস্থার তরফে জানানো হয়েছে, আবিষ্কারেই থেমে থাকবে না হেম্যান৷ স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ওই কিশোর সাবান বিলি করবে পিছিয়ে পড়া শ্রেণির মানুষের মধ্যে৷
থ্রীএম নামে সংস্থায় ওই কিশোরের মেন্টর হিসেবে ছিলেন ড. মাফুজা আলি৷ তিনি হেম্যানের আবিষ্কারকে এগিয়ে নিয়ে যেতে বেশ কিছুটা সাহায্য করেছেন৷
উল্লেখ্য, আমেরিকার মতো উন্নত দেশে ত্বকের ক্যানসারের প্রবণতা অনেকটাই বেডে়ছে৷ শুধুমাত্র ২০২০ সালে গোটা বিশ্বে এই রোগে আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ মানুষ৷ তাই বেকলের এই আবিষ্কারের বিশেষ গুরুত্ব রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷