• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সেই থাপ্পড়ের আওয়াজ আমার কানে এখনও ভাসে : রণবীর কাপুর

মুম্বই: কাপুর খানদানের বর্তমান প্রজন্ম হিসেবে তিনি নিজের পরিচিতি বনায় রেখেছেন৷ অভিনয় দিয়ে প্রমাণ করেছেন তিনি যোগ্য উত্তরসূরী৷ তিনি রণবীর কাপুর৷ পর্দায় দুর্দান্ত রোমান্টিক হলেও বাস্তব জীবনে কিন্ত্ত দারুণ দুষ্ট বলিউড অভিনেতা৷ শৈশবে দাঁপিয়ে বেড়িয়েছেন স্কুলে৷ কখনো অন্যকে কপি করেছেন, কখনো ক্লাস পালিয়েছেন৷ নিজেকে একজন ‘মহান কপিবাজ’ উল্লেখ করে রণবীর জানান, তিনি স্কুলে কখনও ধরা

মুম্বই: কাপুর খানদানের বর্তমান প্রজন্ম হিসেবে তিনি নিজের পরিচিতি বনায় রেখেছেন৷ অভিনয় দিয়ে প্রমাণ করেছেন তিনি যোগ্য উত্তরসূরী৷ তিনি রণবীর কাপুর৷ পর্দায় দুর্দান্ত রোমান্টিক হলেও বাস্তব জীবনে কিন্ত্ত দারুণ দুষ্ট বলিউড অভিনেতা৷ শৈশবে দাঁপিয়ে বেড়িয়েছেন স্কুলে৷ কখনো অন্যকে কপি করেছেন, কখনো ক্লাস পালিয়েছেন৷ নিজেকে একজন ‘মহান কপিবাজ’ উল্লেখ করে রণবীর জানান, তিনি স্কুলে কখনও ধরা পড়েননি৷
তবে একবার ক্লাস ফাঁকি দেওয়ার সময় তিনি অধ্যক্ষের হাতে ধরা পড়েন এবং থাপ্পড় খান, যা আজও মনে পড়ে এই অভিনেতার! সম্প্রতি একটা ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এসে বিভিন্ন বিষয়ে কথা বলেন রণবীর৷ সেই কথোপকথনেই স্কুল জীবনের পুরনো স্মৃতিতে ফিরে যান অভিনেতা৷ রণবীর বলেন, ‘আমার মনে হয় আমি দারুণ কপি করতে পারতাম৷ এছাড়াও আমি ধুরন্ধর ছিলাম৷তাই কখনও ধরা পডি়নি৷ তবে আমার মনে আছে, যখন আমি ক্লাস সেভেন কিংবা এইটে পডি়, তখন আমি হামাগুডি় দিয়ে ক্লাস থেকে পালানোর চেষ্টা করেছিলাম৷ আমি হামাগুডি় দিয়ে বের হতে যাব, ঠিক তখনই স্কুলের অধ্যক্ষ আমার সামনে হাজির৷ আমি ওইদিন মার খেয়েছিলাম৷’
অধ্যক্ষ্যের চড়ের কথা উল্লেখ করে রণবীর জানান, ‘আমি কোনোদিনই ভুলব না সেই চড়ের কথা৷ আমার গালে উনি টেনে থাপ্পড় মেরেছিলেন৷ সেই থাপ্পড়ের আওয়াজ আমার কানে এখনও ভাসে৷’ রণবীরকে শিগগিরই পর্দায় দেখা যাবে৷ তার আসন্ন চলচ্চিত্র ‘অ্যানিমেল’ মুক্তির অপেক্ষায়৷সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটিতে দুর্দান্ত অ্যাকশন লুকে হাজির হচ্ছেন এই অভিনেতা৷ ইতোমধ্যেই সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে যা ভক্ত অনুরাগীদের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে৷ এতে আরো অভিনয় করেছেন অনিল কাপুর, রাশ্মিকা মান্দানা ও ববি দেওল৷ সিনেমাটি ১ ডিসেম্বর মুক্তি পাবে৷