শিক্ষকদের মানতেই হবে বদলির আদেশ: হাই কোর্ট

কলকাতা, ২০ জানুয়ারি– বদলির ক্ষেত্রে শিক্ষকদের প্রশাসনের নির্দেশিকা অবশ্যই মানতে হবে. কোথাও জঙ্গলের আইন চলতে পারে না. যে যাঁর ইচ্ছেমতো কাজ করবেন, এটা সম্ভব নয়। শিক্ষক বদলি মামলায় শুক্রবার এমনটাই মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর নির্দেশ, শিক্ষক বদলির ক্ষেত্রে প্রশাসনের যে নির্দেশিকা মেনে চলতে হবে।

আদালতের পর্যবেক্ষণ, প্রশাসনের নির্দেশিকা মেনে পড়ুয়াদের স্বার্থে যে কোনও শিক্ষককে রাজ্যের যে কোনও জায়গায় বদলির করতে পারে শিক্ষা দফতর। বিচারপতি বসুর বলেন, ‘‘স্কুলে পড়ুয়া নেই, অথচ শিক্ষকরা স্কুলে যাতায়াত করছেন এটা  চলতে পারে না। কলকাতার যেসব স্কুলে ছাত্র নেই , সেইসব স্কুলের শিক্ষককে হাওড়ার ছাত্র-পূর্ণ স্কুলে যেতেই হবে। এ বার থেকে ওই আইন প্রয়োগ করা হোক।’’

বিচারপতি বসু আরও জানান, বদলি নিয়ে কোনও শিক্ষককে শিক্ষা দফতর নির্দেশ দিলে, তা সাত দিনের মধ্যে পালন করতে হবে। যদি তা পালন না করা হয়, তবে সেই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে পারবে শিক্ষা দফতর।

প্রসঙ্গত, এক জন শিক্ষক বদলি চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে যে, ওই স্কুলে কোনও অঙ্কের শিক্ষক নেই। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিচারপতি বসু বলেন, ‘‘ভাবতে পেরেছেন কোনও স্কুলে অঙ্কের শিক্ষক নেই। আমার শুধু চিন্তা ছাত্রদের কী শেখানো হচ্ছে? অনেক হয়েছে, এ বার হাল ফেরানো দরকার।’’


এই প্রসঙ্গে এজি বলেন, ‘‘বদলি নিয়ে সরকারের যে আইন রয়েছে, আমরা তা যথাযথভাবে প্রয়োগ কর আদালতে এসে বদলি নিয়ে চলে যান।’’