• facebook
  • twitter
Friday, 22 November, 2024

স্টেজে খেপে টেলর সুইফটের চিৎকার, আরে, থামুন! সে কিছুই করেনি’

নিউ জার্সি, ১৬ মে — ভক্তই যা তাঁর ভগবান তাই একবার প্রমাণ করলেন পপতারকা টেলর সুইফট।ভক্তের সাথে বাজে আচরণ দেখে গান থামিয়ে প্রতিবাদ করলেন পপতারকা।  ঘটনাটি ঘটেছে ফিলাডেলফিয়ায় টেলরের ইরাস ট্যুরের একটি শো চলাকালীন।  একজন ভক্তের সাথে দুর্ব্যবহার করার জন্য নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গানের মাঝেই চিৎকার করে ওঠেন গায়িকা। ভক্তদের মতে, পুরো শো জুড়ে এটি বেশ কয়েকবার ঘটেছে। বর্তমানে

নিউ জার্সি, ১৬ মে — ভক্তই যা তাঁর ভগবান তাই একবার প্রমাণ করলেন পপতারকা টেলর সুইফট।ভক্তের সাথে বাজে আচরণ দেখে গান থামিয়ে প্রতিবাদ করলেন পপতারকা।  ঘটনাটি ঘটেছে ফিলাডেলফিয়ায় টেলরের ইরাস ট্যুরের একটি শো চলাকালীন।  একজন ভক্তের সাথে দুর্ব্যবহার করার জন্য নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গানের মাঝেই চিৎকার করে ওঠেন গায়িকা। ভক্তদের মতে, পুরো শো জুড়ে এটি বেশ কয়েকবার ঘটেছে।

বর্তমানে ফিলাডেলফিয়ায় তিনটি শোয়ের জন্য সেখানে রয়েছেন টেলর।  সেখানেই একটি শোতে এমন দৃশ্য দেখা গেল।  শোয়ের একটি ভিডিও অনলাইনে বেশ ভাইরাল হয়েছে।  ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, গায়িকা ‘১৯৮৯’ অ্যালবাম থেকে তার হিট ট্র্যাক ‘ব্যাড ব্লাড’ পরিবেশন করছেন।  গানটি চলাকালীন দর্শকদের মধ্যে থেকে কিছু দর্শক তার দৃষ্টি আকর্ষণ করেন।  তবে নিরাপত্তাকর্মীরা গায়িকার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দর্শকদের সাথে কঠোর আচরণ করেন, যা চোখ এড়ায়নি গায়িকার।  কোনো উপযুক্ত কারণ ছাড়াই একজন নারী ভক্তের সাথে দুর্ব্যবহার করেছিলেন এক নিরাপত্তাকর্মী।  তিনি সেই নিরাপত্তারক্ষীর দিকে লক্ষ্য করে চিৎকার করে বলেন, ‘আরে, থামুন! সে কিছুই করেনি।’

এদিকে ভিডিওটি ভাইরাল হতেই টেলরের প্রশংসা করছেন ভক্ত অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিপটি শেয়ার করে এক অনুরাগী লিখছেন, ‘আমি এটি বারবার দেখেছি। ভক্তদের রক্ষা করার জন্য টেলরের এই উদ্যোগ আমাকে খুশি করেছে!’ অপর এক ভক্ত লিখেছেন, ‘টেলর গানের পাশাপাশি ভক্তদের দিকেও নজর রেখেছেন। এটা দারুণ ব্যাপার। এমনটাই হওয়া উচিত।’ অপর এক ভক্ত লিখেছেন, ‘গতকাল শো চলাকালীন আইলস পরিষ্কার রাখার বিষয়ে নিরাপত্তা সত্যিই কঠোর ছিল। তাই নিরাপত্তা নিয়ে টেলর চিৎকার করায় আমি অবাক হইনি।’

সুইফটের ‘ইরাস ট্যুর’ হলো ৫২টি শোয়ের একটি বিশাল ট্যুর, যার মাধ্যমে গায়িকা উত্তর আমেরিকাজুড়ে পারফর্ম করবেন। শুক্রবার (১৭ মার্চ) গ্লেনডেল অ্যারিজোনার ফার্ম স্টেডিয়াম থেকে শুরু হয় এই ট্যুর। টেলরের ১৭ বছরের সংগীত ক্যারিয়ারের হিট গানগুলো মঞ্চে পারফর্ম করেন এই তারকা। আগস্টে সোফাই স্টেডিয়ামে পারফরম‌্যান্সের মাধ্যমে শেষ হবে এই ট্যুর।