• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আফগানিস্তানে তালিবান গভর্নর খুন 

 কাবুল, ৯ মার্চ –  মানববোমার হামলায় নিহত তালিবান শাসিত আফগানিস্তানের বল্‌খ প্রদেশের গভর্নর  মহম্মদ দাউদ মুজাম্মেল । বৃহস্পতিবার সকালে প্রথম সারির তালিবান নেতার  নিজের দফতরেই আত্মঘাতী হামলা ঘটে। এক সরকারি বিবৃতিতে এই খবর জানানো হয়। বল্‌খ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের গভর্নর হাউসে এই বিস্ফোরণ ঘটে। এই আত্মঘাতী হামলায় পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আই এস -এর আফগান শাখা আইএস-খোরাসান

 কাবুল, ৯ মার্চ –  মানববোমার হামলায় নিহত তালিবান শাসিত আফগানিস্তানের বল্‌খ প্রদেশের গভর্নর  মহম্মদ দাউদ মুজাম্মেল । বৃহস্পতিবার সকালে প্রথম সারির তালিবান নেতার  নিজের দফতরেই আত্মঘাতী হামলা ঘটে। এক সরকারি বিবৃতিতে এই খবর জানানো হয়। বল্‌খ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের গভর্নর হাউসে এই বিস্ফোরণ ঘটে। এই আত্মঘাতী হামলায় পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আই এস -এর আফগান শাখা আইএস-খোরাসান রয়েছে বলে মনে করছে তালিবান শাসকগোষ্ঠী। কাবুলে তালিবান শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে বুধবার রাতে মাজার-ই-শরিফে ফিরেছিলেন দাউদ।২০২১ সালে আমেরিকার সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ এবং পরে একাধিক নাশকতামূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আইএস-কের বিরুদ্ধে।