ইম্ফল, ১৪ অক্টোবর – গোষ্ঠী সংঘর্ষে দীর্ণ মণিপুরে এবার নতুন করে আতঙ্ক ছড়াল ‘সোয়াইন ফ্লু। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে , রাজধানী ইম্ফলের পশ্চিম প্রান্তে ‘সোয়াইন ফ্লু’র সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রাণী বিষয়ক দফতর এই সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। ওই দফতর সূত্রে জানানো হয়েছে, পশ্চিম ইম্ফলের ইম্ফলের এরোইসেমা পিগ ফার্ম থেকেই মূলত এই ভাইরাস ছড়াচ্ছে। এই বিষয়ে প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রাণী বিষয়ক দফতরের এক আধিকারিক জানিয়েছেন, যে খামার থেকে এই সংক্রমণ ছড়িয়েছে, সেই খামারটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। খামারের আশপাশ এলাকায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। সংক্রমণ রুখতে বেশ কয়েকটি নির্দেশিকাও জারি করা হয়েছে। রাজ্যের অন্যান্য প্রান্তেও এই ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে।
তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে এলাকায় এই সংক্রমণ ছড়িয়েছে, সেখান থেকে যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে , তা নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য প্রচার শুরু করেছে রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসন জানিয়েছে, যে ফ্লু-র সংক্রমণ ছড়িয়েছে সেটি ‘আফ্রিকান সোয়াইন ফিভার’। তবে শুয়োর প্রতিপালন এবং এই প্রাণীর ব্যবসার সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই ফ্লু-র কারণে ব্যবসায় ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। মণিপুরে শুয়োরের মাংসের চাহিদা অনেক। প্রতি কেজি ১৮০-২০০ টাকায় বিক্রি হয়। ইতিমধ্যেই বেশ কিছু শুয়োর এই রোগে আক্রান্ত হয়েছে, মৃত্যুও হয়েছে। দ্রুত এই ভাইরাস রুখতে কড়া তৎপর প্রশাসন। ইতিমধ্যেই নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, জীবিত হোক বা মৃত, কোনও শুয়োরকেই স্থানান্তরিত করা যাবে না। আর ওই শুয়োরদের সংস্পর্শে কোনও প্রাণী বা কোনও জিনিস যাতে না আসে, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।