• facebook
  • twitter
Friday, 22 November, 2024

যমজ শহরের মেলবন্ধন ঘটাতে রিং-রোডে ঘিরে দেওয়ার প্রস্তাব

কলকাতা, ১৪ মার্চ – দ্বিতীয় হুগলী সেতুর আধুনিকীকরণ ও উন্নয়নে এক গুচ্ছ প্রস্তাব নিয়ে এল সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ টোলওয়ে কোম্পানি প্রাইভেট লিমিটেড। আজ আইটিসি রয়েল বেঙ্গলে এক সাংবাদিক বৈঠকে এই প্রস্তাবের রূপরেখা তুলে ধরা হয়।  ক্কলকাতায় ক্রমশই চাপ বাড়ছে যানবাহনের। হাওড়া থেকে শিয়ালদহ কিংবা শিয়ালদহ থেকে হাওড়া এই উভয়মুখী যান চলাচলে একটি সংযোগকারী রিং-রোড গড়ে তোলার

কলকাতা, ১৪ মার্চ – দ্বিতীয় হুগলী সেতুর আধুনিকীকরণ ও উন্নয়নে এক গুচ্ছ প্রস্তাব নিয়ে এল সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ টোলওয়ে কোম্পানি প্রাইভেট লিমিটেড। আজ আইটিসি রয়েল বেঙ্গলে এক সাংবাদিক বৈঠকে এই প্রস্তাবের রূপরেখা তুলে ধরা হয়।  ক্কলকাতায় ক্রমশই চাপ বাড়ছে যানবাহনের। হাওড়া থেকে শিয়ালদহ কিংবা শিয়ালদহ থেকে হাওড়া এই উভয়মুখী যান চলাচলে একটি সংযোগকারী রিং-রোড গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। শহরে যানবাহন প্রবেশের ক্ষেত্রে সুষ্ঠ বিন্যাসের মাধ্যমে নির্দিষ্ট করিডোর গড়ে তোলার প্রতাব রাখা হয়। শহরে প্রবেশের প্রধান পথগুলি যানজট মুক্ত রাখা, , নিদিষ্ট সময়ে কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় নো এন্ট্রি ব্যবস্থা চালু করা, রাতের শহরে ফ্লাইওভার ব্যবহার না করতে পারার যৌক্তিকতা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার সিইও অঞ্জন রায় চৌধুরী , অ্যাডভাইসারি বোর্ডের চেয়ারম্যান লালা কে কে রায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণ বিভাগের প্রাক্তন প্রধান প্রীতম আইচ, রাজ্যের তরফে ট্রাফিক পুলিশের জয়েন্ট কমিশনার রূপেশ কুমার, অর্থ দফতরের শ্রীকুমার ভট্টাচার্য প্রমুখ।