• facebook
  • twitter
Friday, 22 November, 2024

চন্দ্রকোনায় শুভেন্দুর শর্তসাপেক্ষ সভা করার অনুমতি হাইকোটের তরফে  

পশ্চিম মেদিনীপুর,৩এপ্রিল — শেষমেশ চন্দ্রাকোনায় শুভেন্দু অধিকারী সভা করার অনুমতি পেয়ে উৎসবের আমেজ দেখা দিয়েছে।১ এপ্রিল চন্দ্রকোনা স্কুল মাঠে সভা করার জন্য প্রধান শিক্ষকের অনুমতি চায় বিজেপি।প্রথম দিকে তিনি সভা করার অনুমতি দিয়ে দেন। কিন্তু রবিবার পরিচালন কমিটি বৈঠক করে এবং সেই বৈঠকে স্থির হয় যে কোনও রাজনৈতিক সভার জন্য তারা স্কুলের মাঠ দেবে না।

পশ্চিম মেদিনীপুর,৩এপ্রিল — শেষমেশ চন্দ্রাকোনায় শুভেন্দু অধিকারী সভা করার অনুমতি পেয়ে উৎসবের আমেজ দেখা দিয়েছে।১ এপ্রিল চন্দ্রকোনা স্কুল মাঠে সভা করার জন্য প্রধান শিক্ষকের অনুমতি চায় বিজেপি।প্রথম দিকে তিনি সভা করার অনুমতি দিয়ে দেন। কিন্তু রবিবার পরিচালন কমিটি বৈঠক করে এবং সেই বৈঠকে স্থির হয় যে কোনও রাজনৈতিক সভার জন্য তারা স্কুলের মাঠ দেবে না।

এরপরেই সভা বাতিল করে দেয় প্রশাসন। পাল্টা সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শুভেন্দু । দুপুর দু’টোর সময়ে বিজেপিকে ওই স্কুলে সভা করার ব্যাপারে শর্তসাপেক্ষে অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

বিজেপি সভার অনুমতি না পাওয়ায় কার্যত নিরাশ হয়ে পড়েছিল রবিবার। দুপুরে হাইকোর্টের রায়ের পর তারাই যেন কিছুটা স্বস্তি পায় । রীতিমতো ব্যান্ডপার্টি নিয়ে শুরু হয়েছে উৎসব।শর্তসাপেক্ষ অনুমতিতে  আদালত বলেছে, সভার পর স্কুলের মাঠ বিজেপিকেই পরিষ্কার করে দিতে হবে। সেইসঙ্গে বলা হয়েছে, ওই সভা থেকে কোনও উস্কানিমূলক কথা বলা যাবে না। সেইসঙ্গে আদালতের পরামর্শ, স্কুল খোলা থাকুক আর বন্ধ থাকুক, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মসূচির জন্য ব্যবহার না করাই শ্রেয়।

 শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিকাল চারটে নাগাদ তিনি সভাস্থলে পৌঁছবেন। জমায়েতের বিষয়েও আশাবাদী বিরোধী দলনেতা।