• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দু’মাসেও বিরতি নেই অশান্তিতে, বিরেন সিং সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ তলব সুপ্রিম কোর্টের

ইম্ফল, ৩ জুলাই– দু’মাস অতিক্রান্ত, অথচ থামার নাম নেই মণিপুরের অশান্তি। এ নিয়ে একাধিক মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে । সেগুলিকে একত্র করে শুনানি শুরু হয়েছে। মামলাকারীদের দাবি, উত্তরপূর্বের রাজ্যে হিংসা থামাতে ব্যর্থ কেন্দ্র এবং রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সোমবার এগিয়ে এল দেশের শীর্ষ আদালত। মণিপুরের হিংসার ঘটনায় রাজ্য সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ চাইল সুপ্রিম কোর্ট

ইম্ফল, ৩ জুলাই– দু’মাস অতিক্রান্ত, অথচ থামার নাম নেই মণিপুরের অশান্তি। এ নিয়ে একাধিক মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে । সেগুলিকে একত্র করে শুনানি শুরু হয়েছে। মামলাকারীদের দাবি, উত্তরপূর্বের রাজ্যে হিংসা থামাতে ব্যর্থ কেন্দ্র এবং রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সোমবার এগিয়ে এল দেশের শীর্ষ আদালত। মণিপুরের হিংসার ঘটনায় রাজ্য সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ চাইল সুপ্রিম কোর্ট । 

উল্লেখ্য, দু’মাস ধরে চলা গোষ্ঠী সংঘর্ষে এখনও পর্যন্ত একশোরও বেশি মানুষ নিহত হয়েছেন মণিপুরে। উল্লেখ্য, শনিবার রাতে নতুন করে হিংসা ছড়ায় মণিপুরের খোইজুমন্তবি গ্রামে। গুলির লড়াইয়ে দুই ‘গ্রামসেবকে’র মৃত্যু হয়েছে। বিরোধীরা মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে। সপ্তাহ খানেক আগে মুখ্যমন্ত্রী বিরেন সিং পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। পরে অবশ্য মত বদল করেন। ব্যাপক অশান্তির মধ্যেই সে রাজ্যে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরও পরিস্থিতি পালটায়নি। এমনকি অশান্তি থামাতে মণিপুর যান প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও। এই অবস্থায় মণিপুরের হিংসা নিয়ে মামলায় রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি কতটা ভাল বা মন্দ তার বিস্তারিত তথ্য চাইল শীর্ষ আদলত। রিপোর্ট দেবে বিরেন সিং সরকার।