• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

বিল আটকে রাখছেন কেন রাজ্যপালেরা ? কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

দিল্লি, ২০ নভেম্বর– রাজ্যপালের বিল আটকে রাখার কারণে সরকারি কাজে বিঘ্ন ঘটছে৷ একাধিক রাজ্য সরকারের এই জাতীয় অভিযোগের মামলায় দেশের শীর্ষ আদালতে ভৎর্‌সনার মুখে পডে়ছেন একাধিক রাজ্যপাল৷ সোমবার কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে রাজ্যের সিপিএম সরকারের করা মামলায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূডে়র বেঞ্চ কেন্দ্রীয় সরকারের জবাব তলব করল৷ কেরলের রাজ্যপাল সাতটি বিল আটকে রেখেছেন

দিল্লি, ২০ নভেম্বর– রাজ্যপালের বিল আটকে রাখার কারণে সরকারি কাজে বিঘ্ন ঘটছে৷ একাধিক রাজ্য সরকারের এই জাতীয় অভিযোগের মামলায় দেশের শীর্ষ আদালতে ভৎর্‌সনার মুখে পডে়ছেন একাধিক রাজ্যপাল৷ সোমবার কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে রাজ্যের সিপিএম সরকারের করা মামলায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূডে়র বেঞ্চ কেন্দ্রীয় সরকারের জবাব তলব করল৷
কেরলের রাজ্যপাল সাতটি বিল আটকে রেখেছেন বলে অভিযোগ৷ অর্থাৎ বিলগুলি নিয়ে তিনি কোনও উচ্চবাচ্য করছেন না৷ আর এই বিলগুলি নিয়ে কেন রাজ্যপাল কোন নিঃশ্চুপ তার কোনও সদুত্তরও দিচ্ছে না রাজভবন৷ এর আগে পাঞ্জাব, তেলেঙ্গানার রাজ্যপালরা সুপ্রিম কোর্টের রোষের মুখে পডে়ন কোনও কারণ না দেখিয়ে বিল আটকে রাখায়৷
সোমবার সুপ্রিম কোর্ট বলেছে, এটা এখন কোনও একজন রাজ্যপালের বিষয় নয়৷ একটা প্রবণতা তৈরি হয়েছে বিল আটকে রাখার৷ তাই কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানা জরুরি৷ প্রসঙ্গত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি রাজ্যপালদের নিয়োগ করলেও প্রশাসনিকভাবে তাঁরা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে কাজ করেন৷ শীর্ষ আদালত চায় স্বরাষ্ট্রমন্ত্রক জানাক বিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়াতে রাজ্যপালদের জন্য কোনও বিধি আছে কিনা৷ প্রধান বিচারপতি বলেন, রাজ্য সরকার ও রাজ্যপালদের আইনি বিবাদও ভাল লক্ষণ নয়৷ নিজেরা আলোচনা করে মিটিয়ে নিলেই ভাল হত৷
প্রসঙ্গত, কেরলের সাতটি বিল রাজ্যপাল ২০২০-র জানুয়ারি মাস থেকে ফেলে রেখেছেন৷ তামিলনাড়ুর রাজ্যপাল এন রবি ১২টি বিল আটকে রেখেছিলেন৷ সুপ্রিম কোর্ট ভৎর্‌সনা করার পর তিনি বিলগুলির বিষয়ে কোনও সিদ্ধান্ত না নিয়েই সেগুলি বিধানসভায় পাঠিয়ে দেন৷ শনিবার এমকে স্ট্যালিনের সরকার নতুন করে বিলগুলি বিধানসভায় পাশ করিয়েছে৷ আবার সেগুলি রাজ্যপালের কাছে পাঠানো হবে৷