রাঘবকে ক্ষমতা চাইতে হবে ধনকড়ের কাছে

চেয়ারম্যানকে নজিরবিহীন পরামর্শ শীর্ষ আদালতের
দিল্লি, ৩ নভেম্বর– সুপ্রিম কোর্টে মুখ রক্ষা হল না আপ আপ সাংসদ রাঘব চাড্ডার৷ রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকডে়র বিরুদ্ধে নালিশ ঠুকে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সাংসদ৷ সেই মামলায় জোর ধাক্কা খেলেন রাঘব চাড্ডা৷ মামলার রায় হিসেবে রাঘবকে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইতে বলল শীর্ষ কোর্ট৷ ওয়াকিবহাল মহল শীর্ষ আদালতের এই রায়কে নজিরবিহীন মনে করছে৷
এদিন অবশ্য রাজ্যসভার চেয়ারম্যানকেও শীর্ষ কোর্টের পরামর্শ নিঃশর্ত ক্ষমা চাইলে রাঘব চাড্ডার উপর থেকে যেন সাজা প্রত্যাহার করে নেওয়া হয়৷ রাজ্যসভার চেয়ারম্যান একই সঙ্গে দেশের উপরাষ্ট্রপতি৷ একজন শীর্ষ সাংবিধানিক পদাধিকারিকে আদালতের এমন পরামর্শ প্রদানের দৃষ্টান্ত নেই৷ তবে এই মামলার নিষ্পত্তি নিয়ে এখনও সন্দিহান রাজনীতিক মহল৷ কারণ উপ রাষ্ট্রপতি ধনকড় শীর্ষ আদালতের পরামর্শ মানতে বাধ্য নন৷  চাড্ডা অবশ্য আদালতের রায়কে মেনে নিয়েছেন বলেই জানিয়েছেন তাঁর আইনজীবী৷ তাঁর আইনজীবী আদালতে জানিয়ে দিয়েছেন, তাঁর মক্কেল ক্ষমা চাইবেন৷
উল্লেখ্য, পাঞ্জাবের এই আপ সাংসদের বিরুদ্ধে অভিযোগ, তিনি দিল্লি সংশোধনী বিলটি সিলেক্ট কমিটিতে পাঠাতে চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে কয়েকজন বিজেপি সাংসদের নাম উল্লেখ করেছিলেন৷ ওই সাংসদেরা চেয়ারম্যানের কাছে নালিশ করেন, সম্মতি ছাড়াই চাড্ডা তাঁদের নাম ব্যবহার করেছেন৷ আর সেই অভিযোগের ভিত্তিতেই সংসদের বিগত বর্ষাকালীন অধিবেশনে চেয়ারম্যান আপ সাংসদকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেন৷  ২০ অগাস্ট থেকে সংসদে প্রবেশাধিকার নেই আপ সাংসদের৷ শুক্রবার এই সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূডে়র বেঞ্চ ওই সাংসদকে চেয়ারম্যানের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেন৷ অ্যাটর্নি জেনারেল আর ভেংকটরমানিকে শীর্ষ কোর্ট বলে চেয়ারম্যান যেন শীর্ষ কোর্টের পরামর্শ গ্রহণ করেন৷