কলকাতা, ২৪ নভেম্বর– সুপ্রিম কোর্টে একটি মামলায় আজ নির্বাচন কমিশনার অরুন গোয়েলের নিয়োগ সংক্রান্ত ফাইল পেশ করেছে কেন্দ্রীয় সরকার । সেই ফাইলে দেখেই বিচারপতি কে এম জোসেফের বেঞ্চের বক্তব্য, বড্ড তাড়াহুড়ো করা হয়েছে অরুনের নিয়োগে। গতকাল সর্বোচ্চ আদালত গোয়েলের নিয়োগ সংক্রান্ত ফাইল তলব করেছিল। নির্বাচন কমিশনার পদে নিয়োগ ঘিরে আদালতের এমন রায়ের কোনও নজির নেই বলে ওয়াকিবহাল মহলের খবর।
আজও বিচারপতি কেএম জোসেফের ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলাটির শুনানি হয়। মামলায় দাবি করা হয়েছে, সরকারের পরিবর্তে নির্বাচন কমিশনই নির্বাচন কমিশনারদের বাছাই করুক।
এখন প্রধানমন্ত্রীর হাতে থাকা কর্মীবর্গ দফতর কমিশনার পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকে। মামলায় দাবি করা হয়েছে, কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের পদ্ধতি অনুসরণ করা হোক। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতিদের কলেজিয়াম সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের বাছাই করে। কেন্দ্রীয় সরকার তাঁদের আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দিয়ে থাকে।