• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

দিল্লি:- দীপাবলির আগেই দিল্লিবাসির শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তাহলে দীপাবলির পরে কী হবে তাই নিয়ে রীতিমতো আতঙ্কিত সকলেই। এই নিয়ে এবার হস্তক্ষেপ করল সু্প্রিম কোর্ট। দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, শীর্ষ আদালত জানিয়েছে, যে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ করতে হলে রাজধানী সংলগ্ন কোনও রাজ্যই শুকনো ফসল পোড়াতে পারবে না। পাঞ্জাব,

দিল্লি:- দীপাবলির আগেই দিল্লিবাসির শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তাহলে দীপাবলির পরে কী হবে তাই নিয়ে রীতিমতো আতঙ্কিত সকলেই। এই নিয়ে এবার হস্তক্ষেপ করল সু্প্রিম কোর্ট। দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, শীর্ষ আদালত জানিয়েছে, যে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ করতে হলে রাজধানী সংলগ্ন কোনও রাজ্যই শুকনো ফসল পোড়াতে পারবে না। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান সরকারকে কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই নির্দেশ যাতে কার্যকর হয় তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লি পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারক পার্সনকে। এদিকে দিল্লি সরকার দূষণ মোকাবিলায় একের পর এক পদক্ষেপ নিয়েছে। জানা গিয়েছে, ১০ই নভেম্বর পর্যন্ত দিল্লি এবং নয়ডার সব স্কুলই বন্ধ থাকবে। কেবল দ্বাদশ এবং দশম শ্রেণির অনলাইনে ক্লাস হবে। সেই সঙ্গে অড ইভেন নাম্বারে গাড়ি চলবে রাস্তায়। সূত্রের খবর, ১৩ই নভেম্বর বৈঠকে বসবে দিল্লি সরকার। এদিনে নয়ডাতেও সব স্কুলে ছুটি দেওয়া হয়েছে। দীপাবলির বাজি পোড়ানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর, জানা গিয়েছে, কোনও রকম বাজি দিল্লিতে পোড়ানো যাবে না এবছর দীপাবলিতে। দিল্লির গোটা আকাশ ধোঁয়াশায় ঢেকে রয়েছে। কার্যত বিষ বাতাসে শ্বাস নিচ্ছেন দিল্লির বাসিন্দারা। এতোটাই পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে। বা়ড়ি থেকে প্রয়োজন ছাড়া বেরোতে নিষেধ করা হয়েছে।