বিচারপতি চন্দ্রচূড় কিছুটা তিরস্কারের সুরে বলেন, ‘আদালতে মানুষ যা খুশি দাবি নিয়ে আসলে, আমরা এই ধরনের মামলা করার ক্ষেত্রে খরচ চাপাতে শুরু করব। কিসের নথিভুক্তিকরণ? কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কী করণীয় আছে ? একত্রবাসের সঙ্গে সরকারের কী সম্পর্ক ? আদালতকে দিয়ে অবাঞ্চিত ভাবনাচিন্তা কার্যকর করাতে চাওয়া হচ্ছে’’ .