কলকাতা ,১১ অক্টোবর — ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। ফলে কিছুক্ষনের জন্য ব্যাহত মেট্রো পরিষেবা। মেট্রো পরিষেবা বন্ধের জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা।এইভাবে বার বার মেট্রো স্টেশনে আত্মহত্যার ফলে যাত্রী এবং মেট্রো রেল কর্তৃপক্ষদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়।
মেট্রো রেল সূত্রে খবর , এদিন বেলা ১২টা ৬ নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো পার্কস্ট্রিট স্টেশনে ঢুকলে বছর ৪৫ এর এক ব্যাক্তি মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু সঙ্গে সঙ্গে মেট্রো কর্মীদের তৎপরতায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে সেই ব্যাক্তিকে দুটি লাইনের মাঝখান থেকে উদ্ধার করা হয়।এর জেরে মেট্রো ৪০ মিনিট বন্ধ থাকে যার জন্য নিত্যযাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়। এদিকে কবি সুভাষ থেকে পার্কস্ট্রিট পর্যন্ত পর পর ট্রেন দাঁড়িয়ে পড়েছে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে আসা মেট্রোও দাঁড়িয়ে পড়েছে।প্রায় ১২ টা ৫০ নাগাদ সেই ব্যাক্তিকে উদ্ধার করা হয়। তারপর দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো চলাচল স্বাভাবিক হয়।