কলকাতা, ৮ এপ্রিল – কুড়মিদের রেল অবরোধ নিয়ে অশান্তি অবরোধ যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল। টানা অবরোধে যাত্রীদের দুভোগ চরমে উঠেছে। এদিকে অবরোধের জেরে রেলের ক্ষতির পরিমানও আকাশ ছুঁয়েছে ।
দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, ইতিমধ্যে ২০০-র বেশি ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবার ৭১টি দূরপাল্লা ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল হয়েছে। শনিবার ৭২টি ট্রেন বাতিল করা হয়েছে। খড়্গপুর ডিভিশনের হাওড়া, শালিমার বা খড়্গপুর থেকে টাটানগর, বিলাসপুর, মুম্বইগামী সরাসরি ট্রেন বাতিল হয়। কিছু ট্রেন ঘুরপথে চান্ডিল হয়ে চলাচল করছিল। এই রুটেও কোটশিলায় অবরোধের ডাক দিয়েছে কুড়মিরা। ফলে, টাটানগর, বিলাসপুর, মুম্বই রুটে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ।