নদিয়া,২২ নভেম্বর — জল ছাড়া মানুষের জীবন অকল্পনীয়।আর সেই জল যদি সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে মানুষের ভোগান্তির শেষ নেই।আই সেই জলের অভাবে বিপাকে পড়েছেন চাকদহ ব্লকের চাঁদুড়িয়ার মানুষ।জাতীয় সড়ক সম্প্রসারণ হচ্ছে, তাই জল বন্ধ !পাঁচ দিন ধরে জল পাচ্ছেন না তাঁরা।
জল ছাড়া প্রতিটা মুহূর্ত অচল হয়ে পড়েছে মানুষের ।৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্যই এই ভোগান্তি।চাকদহ চৌরাস্তা থেকে পলাগাছার মধ্যে পিএইচইর বারো ইঞ্চির হাইপ্রেসার মেন লাইন রয়েছে। রাস্তা সম্প্রসারণের জন্য সেই পাইপই নাকি ফেটে যাচ্ছে বারবার। তাই জল বন্ধ রাখা হয়েছে।চাঁদুড়িয়ার বাসিন্দারা জানান, বেশ কয়েকদিন ধরেই জল আসছে না বাড়িতে।
পিএইচইর আধিকারিক অনীশরঞ্জন ঘোষ জানিয়েছেন, ফেটে যাওয়া পাইপলাইন সারানো হয়েছে। কিন্তু রাস্তা সম্প্রসারণের জন্য বারবার পাইপ ফেটে যাচ্ছে। তাই বিস্তীর্ণ এলাকা জুড়ে জল বন্ধ রাখা হয়েছে। অভিযোগ পেয়েই সমস্যা মেটাতে বৈঠক করেন চাকদহের ব্লক আধিকারিক।বৈঠকের পর মঙ্গলবার থেকে এলাকাগুলিতে জল পৌঁছে দিচ্ছে ব্লক প্রশাসন।