• facebook
  • twitter
Monday, 25 November, 2024

সুদীপকে হারিয়ে সংসদীয় কমিটির চেয়ারম্যান লকেট

কলকাতা, ৫ অক্টোবর– লোকসভায় তৃতীয় বৃহত্তম দল হল তৃণমূল কংগ্রেস। কিন্তু সংসদের একটি কমিটিরও চেয়ারম্যান পদে রাখা হল না তাদের। দ্বিতীয় বৃহত্তম দল কংগ্রেসের হাত থেকেও কেড়ে নেওয়া হয়েছে দুটি সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ। তৃণমূলের হাতে থাকা চেয়ারম্যান পদগুলির বেশিরভাগই আগে কেড়ে নেওয়া হয়েছিল। একমাত্র খাদ্য ও সরবরাহ মন্ত্রকের সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ

কলকাতা, ৫ অক্টোবর– লোকসভায় তৃতীয় বৃহত্তম দল হল তৃণমূল কংগ্রেস। কিন্তু সংসদের একটি কমিটিরও চেয়ারম্যান পদে রাখা হল না তাদের। দ্বিতীয় বৃহত্তম দল কংগ্রেসের হাত থেকেও কেড়ে নেওয়া হয়েছে দুটি সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ।

তৃণমূলের হাতে থাকা চেয়ারম্যান পদগুলির বেশিরভাগই আগে কেড়ে নেওয়া হয়েছিল। একমাত্র খাদ্য ও সরবরাহ মন্ত্রকের সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবারের রদবদলে সেটাও হাতছাড়া হয়েছে বাংলার শাসক দলের। সুদীপের জায়গায় চেয়ারম্যান করা হয়েছে এ রাজ্যের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে।

প্রসঙ্গত, তৃণমূলের হাতে এর আগে জাহাজ, সড়ক ও বিমান পরিবহণের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ ছিল। সেগুলি একে একে হাতছাড়া হয়েছে।