কলকাতা, ১১ জুন – বিভ্রাটের গেরোয় পন্ড হল রবিবারের দুপুরের মেট্রো যাত্রাপথ । ময়দান এবং পার্ক স্ট্রিট স্টেশনের মাঝে আপ লাইনে হঠাতই জোরালো শব্দ শুনতে পান চালক। দুপুর ৩টে ১৫ মিনিট থেকে মহাত্মা গান্ধী রোড এবং টালিগঞ্জ স্টেশনের মধ্যে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। তবে মেট্রো পরিষেবা টালু রয়েছে গিরিশ পার্ক পর্যন্ত । টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্তও মেট্রো পরিষেবা চালু রয়েছে। কলকাতা মেট্রো রেল সূত্রে এই খবর পাওয়া গেছে। রবিবার মেট্রো পরিষেবা আংশিক বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। মেট্রো সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আধিকারিক এবং কর্মীরা।মেট্রো লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য সম্প্রতি বেশ কয়েকটি শনিবার এবং রবিবার আংশিক ভাবে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। শুক্রবার মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, রক্ষণাবেক্ষণের কাজ প্রায় শেষ। কিন্তু সেই কাজ শেষ হওয়ার মুখেই ফের বিপত্তি দেখা দিল।