দিল্লি, ১৭ অগাস্ট – পর পর ২ দিন আকস্মিক মৃত্যু হল ২ ভারতীয় পাইলটের। বুধবার কাতার এয়ারওয়েজ়ের বিমানে আকাশেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক পাইলটের। আবার বৃহস্পতিবার নাগপুর বিমানবন্দরে বোর্ডিং গেটের সামনে হঠাৎই জ্ঞান হারান এক পাইলট। ইন্ডিগোতে কর্মরত ওই পাইলটকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।কাতার এয়ারওয়ে়জ়ের বিমানটি বুধবার দিল্লি থেকে দোহা যাচ্ছিল। ওই পাইলট বিমানটিতে সহকারী সদস্য হিসাবে ছিলেন। মধ্য আকাশেই তিনি বুকে তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছু ক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। তিনি আগে স্পাইস জেট এবং সহারা এয়ারলাইন্সে কর্মরত ছিলেন।
নাগপুর বিমানবন্দরে যে পাইলটের মৃত্যু হয়েছে, তিনি বুধবার ভোর তিনটে থেকে সকাল সাতটার মধ্যে তিরুঅনন্তপুরম থেকে নাগপুর ভায়া পুণে বিমানে ডিউটিতে ছিলেন। ২৭ ঘণ্টা বিশ্রামের পর বৃহস্পতিবার তাঁর চারটি সেক্টর পরিচালনার কথা ছিল। বোর্ডিং গেট থেকে বার হওয়ার মুখেই এই পাইলট অচৈতন্য হয়ে পড়েন। বৃহস্পতিবার দুপুর একটায় নাগপুর থেকে বিমান নিয়ে তাঁর ওড়ার কথা ছিল। বৃহস্পতিবার দুপুরে দুই পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করেন অসামরিক বিমান পরিহণ মন্ত্রকের ডিজি।