• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শুভেন্দুর টুইটে খোঁচা মুখ্যমন্ত্রীকে, রিষড়া জ্বলছে আর গোটা রাজ্য প্রশাসন দিঘার সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছে 

হুগলি,৪ এপ্রিল — রামনবমী মিছিল ঘিরে রিষড়ায় যে ধুন্দুমার পরিস্থিতি তৈরী হয়েছে তা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না । সোমবার রাতেও নতুন করে ফের অশান্ত হয় রিষড়া।এই অশান্তি নিয়ে  শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, রিষড়া জ্বলছে, আর গোটা রাজ্য প্রশাসন দিঘার সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছে।   শুভেন্দুর এমন টুইট করে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন। ৩ দিনের

হুগলি,৪ এপ্রিল — রামনবমী মিছিল ঘিরে রিষড়ায় যে ধুন্দুমার পরিস্থিতি তৈরী হয়েছে তা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না । সোমবার রাতেও নতুন করে ফের অশান্ত হয় রিষড়া।এই অশান্তি নিয়ে  শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, রিষড়া জ্বলছে, আর গোটা রাজ্য প্রশাসন দিঘার সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছে। 

 শুভেন্দুর এমন টুইট করে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন। ৩ দিনের সফরে পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী। আজ খেজুরির ঠাকুরনগরে প্রশাসনিক জনসভা করবেন।
বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যাবেন দিঘায়। আগামীকাল দিঘা হেলিপ্যাড সংলগ্ন ময়দানে জেলার কর্মিসভায় ভাষণ দেবেন তিনি।

রাজ্যের বিরোধী দলনেতা আরও লেখেন,  আজ তো কেউ মিছিল বের করেনি।তাহলে ‘আজ কেন বোমাবাজি, তাণ্ডব? রাজ্য সরকার  আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। বাংলার শান্তিকামী  মানুষের রক্ষায় কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীই একমাত্র উপায়। গতকাল রিষড়ার অশান্তির পর ট্যুইট শুভেন্দু অধিকারীর।