ত্রিশূর, ২১ নভেম্বর-– ভারতে মার্কিন আতঙ্ক৷ মার্কিন স্কুলে হামলার স্মৃতি উস্কে কেরলের এক স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল প্রাক্তন ছাত্র৷
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূরে৷ সকাল তখন ১০.১৫ হবে, ত্রিশূর টাউনের কাছে নাইকানালে সরকারি সাহায্যপ্রাপ্ত বিবেকোদয়াম বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে ঢুকে এদিন গুলি চালাতে শুরু করে জগন নামে এক তরুণ৷
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূরে৷ সকাল তখন ১০.১৫ হবে, ত্রিশূর টাউনের কাছে নাইকানালে সরকারি সাহায্যপ্রাপ্ত বিবেকোদয়াম বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে ঢুকে এদিন গুলি চালাতে শুরু করে জগন নামে এক তরুণ৷ জানা গেছে, জগন ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র৷ তার বাড়ি মুলায়মে৷
সূত্রের খবর, এদিন সকালে স্কুলের অফিস ঘরে ঢুকে পড়ে ওই তরুণ৷ একটি চেয়ার টেনে নিয়ে বসে সে৷ তারপরেই পাজামার পকেট থেকে বের করে একটি এয়ার গান৷ সেই আগ্নেয়াস্ত্র দিয়ে অফিস ঘরে উপস্থিত কর্মীদের ভয় দেখতে শুরু করে সে৷
স্বাভাবিকভাবেই লোকজন ভয়ে, আতঙ্কে চিৎকার করেত শুরু করেন৷ সেসবে পাত্তা না দিয়ে জগন পাশের একটি ক্লাসরুমে ঢুকে যায়৷ সেখানে শূন্যে ৩ রাউন্ড গুলি চালায় সে৷ স্কুল কর্তৃপক্ষ টাকা ধরার চেষ্টা করতে শুরু করেন৷ কিন্ত্ত জগন তখন পালানোর চেষ্টা করেছে৷