• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

‘গুড়িয়ে দেব ওয়ালমার্ট’, বিমান চুরি করে পাইলটের হুমকি

সকাল থেকে মিসিসিপির আকাশে উড়তে দেখা গেছে একটি বিমানকে। যার গতিবিধি ছিল যথেষ্ট সন্দেজনক। আর এরপরেই সেই বিমানের পাইলটের এক বার্তা ঘুম উড়িয়ে দিয়েসিজিল  কর্তাদের।  এদিন সকালে মার্কিন পুলিশের এক বার্তা আসে তাতে লেখা তাতে স্পষ্ট লেখা ছিল, বিমান দিয়ে মিসিসিপির ওয়ালমার্টের মতো শপিং মল উড়িয়ে দেওয়া হবে! এদিন তাই ওয়ালমার্ট ওড়ানোর হুমকিকে আর হালকা

কাল থেকে মিসিসিপির আকাশে উড়তে দেখা গেছে একটি বিমানকে। যার গতিবিধি ছিল যথেষ্ট সন্দেজনক। আর এরপরেই সেই বিমানের পাইলটের এক বার্তা ঘুম উড়িয়ে দিয়েসিজিল  কর্তাদের।  এদিন সকালে মার্কিন পুলিশের এক বার্তা আসে তাতে লেখা তাতে স্পষ্ট লেখা ছিল, বিমান দিয়ে মিসিসিপির ওয়ালমার্টের মতো শপিং মল উড়িয়ে দেওয়া হবে! এদিন তাই ওয়ালমার্ট ওড়ানোর হুমকিকে আর হালকা চালে নেয়নি মার্কিন পুলিশ ।

টুইট টাওয়ার ধ্বংসের মতো বড় হামলা ঠেকাতে তৎপর ছিল পুলিশ। শনিবার ভোরে পাওয়া হুমকি বার্তা থেকেই ঘুম উড়েছে পুলিশের। প্রশাসন কোনও রকম বড় হামলা চায় না। কিন্তু দেখা গেছে, এক পাইলট বিমান চুরি করে ওয়ালমার্ট ওড়ানোর হুমকি দিয়ে বসেছে। পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেওয়া হয় এমন হামলার সম্ভাবনার কথা। এরপর  ধরা পরে সেই পাইলট। স্বস্তির নিঃস্বাস নেন কর্তারা।