দিল্লি, ২২ ডিসেম্বর – শুক্রবার মধ্যরাতে স্তব্ধ হবে স্টেট ব্যাঙ্কের পরিষেবা। বন্ধ থাকবে এসবিআই-এর ইন্টারনেট ব্যাঙ্কিং এবং অ্যাপের পরিষেবা। পরিষেবা বন্ধ থাকার কথা ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক। শুক্রবার দুপুরে এসবিআই-এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে ।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার পাশাপাশি অনলাইন, নেট ব্যাঙ্কিং এবং অ্যাপের মাধ্যমেও অবিচ্ছিন্নভাবে পরিষেবা দিয়ে চলে। শুক্রবার রাতে সেই পরিষেবা থেকে বঞ্চিত হবেন দেশের কোটি কোটি গ্রাহক। শুক্রবার রাত ১২টা ৪০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়নো , ইয়নো লাইট , ইউপিআই কাজ করবে না। এসবিআই-এর তরফে জানানো হয়েছে, নিয়মমাফিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই পরিষেবা বন্ধ থাকবে।
শুক্রবার দুপুরে এসবিআই-এর প্রাতিষ্ঠানিক এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখা হয়েছে, “নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়নো, ইয়নো লাইট, ইয়নো বিজনেস ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ, ইউপিআই পরিষেবা ২৩ ডিসেম্বর ০০.৪০ থেকে ০১.৪০ পর্যন্ত বন্ধ থাকবে।” এই সময়ের পর আবার পরিষেবা চালু হলে গ্রাহকরা তা ব্যবহার করতে পারবেন।