পড়ুয়াহীন স্কুলের সমীক্ষায় রাজ্য, ভারসাম্য আনাই লক্ষ্য
কলকাতা, ৪ মার্চ — শিক্ষার্থীর অভাবে ধুঁকতে থাকা স্কুলগুলি নিয়ে অবশেষে সমীক্ষায় নেমেছে শিক্ষা দফতর।শিক্ষা দফতর সূত্রের খবর, গ্রাম ও শহরে স্কুলের পড়ুয়া-শিক্ষক অনুপাত ঠিক রাখার জন্য প্রয়োজনে শহর থেকে গ্রামেও শিক্ষক বদলি করা হতে পারে। শিক্ষক শিবিরের একাংশের অভিযোগ, বদলির পোর্টাল উৎসশ্রীর মাধ্যমে গ্রামাঞ্চলের বহু শিক্ষক শহরের স্কুলে চলে এসেছেন। গ্রামের অনেক স্কুলই এখন