• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পড়ুয়াহীন স্কুলের সমীক্ষায় রাজ্য, ভারসাম্য আনাই লক্ষ্য 

কলকাতা, ৪ মার্চ — শিক্ষার্থীর অভাবে ধুঁকতে থাকা স্কুলগুলি নিয়ে অবশেষে সমীক্ষায় নেমেছে শিক্ষা দফতর।শিক্ষা দফতর সূত্রের খবর, গ্রাম ও শহরে স্কুলের পড়ুয়া-শিক্ষক অনুপাত ঠিক রাখার জন্য প্রয়োজনে শহর থেকে গ্রামেও শিক্ষক বদলি করা হতে পারে। শিক্ষক শিবিরের একাংশের অভিযোগ, বদলির পোর্টাল উৎসশ্রীর মাধ্যমে গ্রামাঞ্চলের বহু শিক্ষক শহরের স্কুলে চলে এসেছেন। গ্রামের অনেক স্কুলই এখন

কলকাতা, ৪ মার্চ — শিক্ষার্থীর অভাবে ধুঁকতে থাকা স্কুলগুলি নিয়ে অবশেষে সমীক্ষায় নেমেছে শিক্ষা দফতর।শিক্ষা দফতর সূত্রের খবর, গ্রাম ও শহরে স্কুলের পড়ুয়া-শিক্ষক অনুপাত ঠিক রাখার জন্য প্রয়োজনে শহর থেকে গ্রামেও শিক্ষক বদলি করা হতে পারে।

শিক্ষক শিবিরের একাংশের অভিযোগ, বদলির পোর্টাল উৎসশ্রীর মাধ্যমে গ্রামাঞ্চলের বহু শিক্ষক শহরের স্কুলে চলে এসেছেন। গ্রামের অনেক স্কুলই এখন শিক্ষকের অভাবে ধুঁকছে। উপরন্তু দীর্ঘ কাল শিক্ষক নিয়োগ না-হওয়ায় গ্রামের অনেক স্কুলের দশা আরও খারাপ হয়েছে বলে শিক্ষকদের অভিযোগ।

বেগতিক দেখে উৎসশ্রী পোর্টাল বেশ কিছু দিন ধরেই বন্ধ রেখেছে সরকার।শিক্ষা দফতর সূত্রে খবর, আপাতত ওই পোর্টাল খোলার কোনও সম্ভাবনা নেই। রাজ্যের যে-সব স্কুলের পড়ুয়ার সংখ্যা তিরিশের কম, তার একটা তালিকা সমাজমাধ্যমে ঘুরছে। তাতে দেখা যাচ্ছে, শিক্ষার্থীর সংখ্যা তিরিশের নীচে নেমে যাওয়া স্কুলের সংখ্যা ৮২০৭।

শিক্ষা দফতর ওই ৮২০৭টি স্কুল বন্ধ করার পরিকল্পনা করছে বলে ইতিমধ্যেই  অভিযোগ উঠেছে। এমন পরিকল্পনার প্রতিবাদে এবং ওই ৮২০৭টি স্কুলের পরিকাঠামো বাড়ানোর দাবিতে ১০ মার্চ ছাত্র ধর্মঘটের উদ্যোগ নেওয়া হয়েছে। সারা বাংলা সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, ‘‘শিক্ষার বেসরকারিকরণের গতি ত্বরান্বিত করতে ৮২০৭টি স্কুল বন্ধের পরিকল্পনা করছে সরকার।’’