• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিশ্বকাপের আগে নতুন দায়িত্ব সৌরভ গাঙ্গুলির।

ভারত:-  বিশ্বকাপের আগে নতুন দায়িত্ব সৌরভ গাঙ্গুলির। বিশ্বকাপ আয়োজন এর জন্য ১২ জন সদস্যের বিশেষ কমিটি তৈরি করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কমিটিতে অন্যতম হলেন সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন বিসিসিআই সভাপতি প্রাথমিকভাবে কমিটিতে থাকতে রাজী না হলেও শেষ পর্যন্ত তিনি সম্মতি দিয়েছেন। ক্রিকেট জগতে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা রয়েছে দাদার। প্রথমে সিএবি পরে ভারতীয় বোর্ডের শীর্ষপদে দায়িত্ব

ভারত:-  বিশ্বকাপের আগে নতুন দায়িত্ব সৌরভ গাঙ্গুলির। বিশ্বকাপ আয়োজন এর জন্য ১২ জন সদস্যের বিশেষ কমিটি তৈরি করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কমিটিতে অন্যতম হলেন সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন বিসিসিআই সভাপতি প্রাথমিকভাবে কমিটিতে থাকতে রাজী না হলেও শেষ পর্যন্ত তিনি সম্মতি দিয়েছেন। ক্রিকেট জগতে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা রয়েছে দাদার। প্রথমে সিএবি পরে ভারতীয় বোর্ডের শীর্ষপদে দায়িত্ব সামলেছে‌ন। অবশেষে সিএবির প্রস্তাবে সায় দিয়েছেন প্রাক্তন ভারত অধি‌নায়ক সৌরভ গাঙ্গলি। সৌরভ ছাড়াও ১২ জনের কমিটিতে আছেন অভিষেক ডালমিয়াও। আগামী দেড় মাস এই কমিটি বিশ্বকাপ আয়োজনের যাবতীয় বিষয় দেখভাল করবে। প্রস্তুতি কীভাবে চলছে তা খতিয়ে দেখবে। এদিন ইডেনে এসে কমিটিতে থাকার ব্যাপারে সম্মতি জানান সৌরভ। মহারাজের অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে। কমিটিতে সৌরভের মতো অভিজ্ঞ ব্যাক্তিত্ব থাকাটা খুবই দরকার। সূত্রের খবর, সিএবিতে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবং বেশ কিছুক্ষণ কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। গত ৫ অগাস্ট ইডেন পরিদর্শনে এসেছিল ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল। এই দলে ১১ জন আইসিসি-র সদস্য ছিলেন। আর বাকী ৭ জন ছিলেন বিসিসিআই এবং সম্প্রচারকারী সংস্থার সদস্য। ইডেনের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং আতিথেয়তা খতিয়ে দেখে কমিটি। কর্তাদের বক্তব্য, আগামী ৩১ অগাস্টের মধ্যেই যাবতীয় সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। জানা গিয়েছে, আগামী ৫ নভেম্বর এই ইডেন গার্ডেন্সেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ আয়োজন করা হবে। সবথেকে বড় কথা এবারের ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। ৮ই সেপ্টেম্বর সাধারণ দর্শক ইডেনে ট্রফি দেখতে পারবেন। সিএবির বার্ষিক অনুষ্ঠানেও ট্রফি নিয়ে যাওয়ার কথা রয়েছে। ৯ সেপ্টেম্বরে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৩০ সেপ্টেম্বর বাইপাসের ধারে ফাইভ স্টার হোটেলে বার্ষিক সাধারণ সভা আয়োজিত হবে।