আসানসোল ,৪ ফেব্রুয়ারী — বিভিন্ন শিল্পীরা নানান অনুষ্ঠানে আসেন আর অনুষ্ঠান শেষ হওয়া মাত্র চলে যান। ঠিক সেইরকমই বর্ধমানের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সোনু সুদ । অন্যান্য অতিথি শিল্পীদের মতো অনুষ্ঠানের পর ফিরে যেতে পারতেন। কিন্তু তিনি তো সকলের থেকে আলাদা। তাই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে এবং তারপরে এমন কিছু কথা বলে গেলেন, যা বর্ধমানবাসীর মনে চিরস্থায়ী হয়ে থেকে যাবে।
গত কয়েকদিন ধরে বর্ধমানের কাঞ্চননগরে চলছে কাঞ্চন উৎসব। সম্প্রতি সেই উৎসবে অতিথি শিল্পী হিসেবে যোগ দিতে এসেছিলেন এই বিশিষ্ট অভিনেতা। অনুষ্ঠান শেষে কাঞ্চননগরে বৃদ্ধাবাস ঘুরে দেখেন তিনি। সমস্ত ব্যবস্থাপনা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান এই অভিনেতা।
এরপর সোনু বলেন, “মানুষের সঙ্গে থাকা, মানুষের জন্য কিছু করাই হল প্রকৃত মানব ধর্ম। অভিনেতা হয়ে আমি যতটা আনন্দ পাই, তার চেয়ে কয়েকগুণ বেশি খুশি হই মানুষের জন্য কিছু করতে পেরে। সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য কিছু করতে সবাই এগিয়ে আসুন। আমি যে কোনও দরকারে বর্ধমানের পাশে আছি।”