• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিজেপিকে আক্রমণ সোনিয়ার

দেশের সরকার পরিচালনার ক্ষেত্রে শাসক দলের বিরােধীদের আক্রমণের জবাব দেওয়ার সময় নির্দিষ্ট মর্যাদা রক্ষা করা কর্তব্য। নির্বাচিত শাসক দলের বক্তব্য যেন শালীনতা না হারায় বলে মন্তব্য করেছেন ইউনাইটেড প্রােগ্রেসিভ অ্যালায়েন্সের চেয়ারপার্সন সােনিয়া গান্ধি।

সোনিয়া গান্ধি (Photo: IANS/AICC)

দিল্লি – দেশের সরকার পরিচালনার ক্ষেত্রে শাসক দলের বিরােধীদের আক্রমণের জবাব দেওয়ার সময় নির্দিষ্ট মর্যাদা রক্ষা করা কর্তব্য। নির্বাচিত শাসক দলের বক্তব্য যেন শালীনতা না হারায় বলে মন্তব্য করেছেন ইউনাইটেড প্রােগ্রেসিভ অ্যালায়েন্সের চেয়ারপার্সন সােনিয়া গান্ধি। কিন্তু নরেন্দ্র মােদি সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিরা বিরােধীদের সম্পর্কে যেভাবে মন্তব্য করছেন তাতে শাসক দল ছাড়া অন্যরা যেন দেশের শত্রু বলে মনে হচ্ছে। তিনি অভিযােগ করেছেন, বিগত পাঁচ বছরের শাসনকালে মােদি সরকার প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটিকে ধ্বংস করেছে। দিল্লিতে অনুষ্ঠিত ‘গণ সরকার ২০১৯’ শীর্ষক এক আলােচনা সভায় তিনি বলেন, বিগত পাঁচ বছরে যেভাবে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কালিমালিপ্ত করা হয়েছে তা চরম। আতঙ্ক ও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। দেশবিরােধী শক্তিগুলিকে দেশের প্রাতিষ্ঠানিক রীতিনীতিকে ধ্বংসের কাজে ব্যবহার করা হয়েছে। বর্তমান সরকার বিগত ৬৫ বছর ধরে গড়ে তােলা দেশের কল্যাণকর পরিকাঠামােকে ধ্বংস ও মর্যাদাহীন করেছে। বর্তমান শাসক দল বিজেপির সমালােচনা করে সােনিয়া গান্ধি বলেন, দেশের বিভিন্নতাকে বিজেপি মর্যাদা দেয় না। দেশভক্তির নতুন পাঠ দিতে চাইছে যারা দেশের বিভিন্নতাকে অস্বীকার করছে তাদেরই প্রকৃত দেশপ্রেমিক আখ্যা দিচ্ছে বিজেপি। জাতপাত, ধর্ম এবং আদর্শের ভিত্তিতে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিতে উৎসাহ দিচ্ছে শাসক দল। সম্প্রতি বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানির দলের নীতিহীনতা নিয়ে সােশ্যাল মিডিয়ায় সমালােচনার সরেই শনিবার সােনিয়া গান্ধি বিজেপির সমালােচনা করেন। লালকৃষ্ণ আদবানি তাঁর ব্লগে লেখেন, বিজেপি কখনও তার বিরােধীদের ‘দেশ-বিরােধী’ বা ‘শত্রু’ বলে মনে করেনি। আদবানির এই মন্তব্য বিজেপির বর্তমান নেতৃত্বের প্রতি কটাক্ষ বলে মনে করে রাজনৈতিক মহল (সােনিয়া গান্ধি ক্ষোভের সুরে বলেন, দেশের মানুষের খাদ্যাভ্যাস, পােশাক এবং বাক স্বাধীনতা এখন গুটিকয় মানুষের হুমকির ওপর নির্ভর করছে। বর্তমান সরকার কোনও বিরােধীতাকেই সহ্য করতে পারছে না, ভারতের মতাে গণতান্ত্রিক দেশে।