• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বোর্ড গঠনের পর খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে 

মুর্শিদাবাদ , ৯ আগস্ট – বোর্ড গঠন ঘিরে রক্তাক্ত হল মুর্শিদাবাদ। খড়গ্রামে সাদল গ্রাম পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান নির্বাচন প্রক্রিয়ার শেষ হতেই পঞ্চায়েত সদস্যের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হুমায়ুন কবীর। এই ঘটনায় কবীরের বন্ধু শফিক শেখও আহত হন। তিনি বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  হুমায়ুনকে হাসপাতালে মৃত বলে ঘোষণা করা

মুর্শিদাবাদ , ৯ আগস্ট – বোর্ড গঠন ঘিরে রক্তাক্ত হল মুর্শিদাবাদ। খড়গ্রামে সাদল গ্রাম পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান নির্বাচন প্রক্রিয়ার শেষ হতেই পঞ্চায়েত সদস্যের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হুমায়ুন কবীর। এই ঘটনায় কবীরের বন্ধু শফিক শেখও আহত হন। তিনি বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  হুমায়ুনকে হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। হুমায়ুনের বন্ধু শফিক ওই হাসপাতালেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। স্থানীয় সূত্রে খবর , রুহি গ্রামের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন হুমায়ুন ও তাঁর বন্ধু শফিক। তখনই হুমায়ুনকে কয়েকজন তৃণমূল সমর্থক এসে আবির দেন। এরপরেই চকলেট বোমা ফাটানো শুরুহয় । তাতে প্রতিবাদ করেন হুমায়ুন। এরপর ওই তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসা হয় হুমায়ুনের। সেই সময় উত্তেজিত কয়েকজন তৃণমূল সমর্থক ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ওই যুবককে । অভিযোগ, বন্ধুকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে আহত হন শফিক। এরপরে ওই যুবকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় মানুষ দুজনকে রক্তাক্ত অবস্থায় বহরমপুর হাসপাতালে নিয়ে যান। জানা যায়, হুমায়ুনের মা সানাওয়ারা বিবি এবার কংগ্রেসের প্রতীকে লড়ে পঞ্চায়েত ভোটে জয়ী হন। কিন্তু দুদিন আগেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

সাদল পঞ্চায়েতে মোট ২৩ আসনে দুটোতে জেতে কংগ্রেস। ১৩ টিতে জয়লাভ করে তৃণমূল। বাকি আটটি আসনে জয়ী হয় নির্দল। সানাওয়ারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূল ১৪টি আসন পায়। বুধবার বোর্ড গঠন ছিল। সেখানে প্রধান হন রাজবানু বিবি। পরিবার সূত্রে খবর,  চাকরি সূত্রে সৌদি আরবে থাকতেন হুমায়ুন। কয়েকদিন আগে বাড়িতে আসেন। আট মাস আগে বিয়ে হয় হুমায়ুনের। রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক তাঁর ছিল না। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ।