• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গদি কাড়তে নীতীশকে বিষ খাবার খাইয়ে মারার চক্রান্ত, দাবি জিতন রাম মাঝির

পাটনা, ১০ নভেম্বর– যৌন সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করে ইতিমধ্যেই খবরের শিরোনামে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ যদিও পরে মন্তব্য নিয়ে তোলপাড় হতেই ক্ষমা চেয়ে নেন নীতীশ৷ কিন্তু তাতে বিন্দুমাত্র বিক্ষোভ কমেনি৷ বিরোধী শিবির এই কারণে মুখ্যমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত দাবি করে ফেলেছে৷ আর এরই মধ্যে আবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিয়েই চমকে ওঠার মতো দাবি করলেন জিতন

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। (File Photo: IANS)

পাটনা, ১০ নভেম্বর– যৌন সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করে ইতিমধ্যেই খবরের শিরোনামে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ যদিও পরে মন্তব্য নিয়ে তোলপাড় হতেই ক্ষমা চেয়ে নেন নীতীশ৷ কিন্তু তাতে বিন্দুমাত্র বিক্ষোভ কমেনি৷ বিরোধী শিবির এই কারণে মুখ্যমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত দাবি করে ফেলেছে৷ আর এরই মধ্যে আবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিয়েই চমকে ওঠার মতো দাবি করলেন জিতন রাম মাঝি৷ মাঝির দাবি, নীতীশকে নাকি খুন করার পরিকল্পনা করা হচ্ছে! তাঁর গদি কেডে় নেওয়ার জন্যই ষড়যন্ত্র করা হচ্ছে৷ এমনই মারাত্মক অভিযোগ এনেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা জিতন রাম মাঝির দাবি, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর গদি কেডে় নিতেই তাঁর খাবারে বিষ মেশানোর ষড়যন্ত্র করা হচ্ছে৷
তবে শুক্রবার পটনায় জিতন রাম মাঝি নীতীশকে নিয়ে যা বললেন তারপর রাজনীতিবিদরা এর সঙ্গে বৃহস্পতিবারের যৌন মন্তব্যকে থামানোর কৌশল বলেই মনে করছেন৷ কারণ এদিন জিতন বলেন, “মনে হচ্ছে বড় একটা ষড়যন্ত্র করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রীকে মেরে ফেলার জন্য তাঁর খাবারে বিষ মেশানো হচ্ছে৷ তারই ফল হল উনি মহিলাদের সম্পর্কে ও আমার নামে এমন মন্তব্য করেছেন৷”
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই বিহারের বিধানসভায় বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার৷ রাজ্যে জনসংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মহিলাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন তিনি৷ নীতীশের এই মন্তব্য় ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়৷ বাধ্য হয়ে পরেরদিন ক্ষমা চান মুখ্যমন্ত্রী৷
নীতীশের আনা সংরক্ষণের প্রস্তাবে সমর্থন জানান জিতন রাম মাঝি৷ গেজেটেড অফিসারদের মধ্যে উপজাতিদের প্রতিনিধিত্ব অনেক কম, এই বিষয়ে কথা বলছিলেন প্রাক্তন মাঝি, কিন্ত্ত তাঁকে মাঝপথেই থামিয়ে দেন নীতীশ কুমার৷ পূর্ববর্তী তাঁর সরকারকেই দোষারোপ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কে আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল? আমি বোকামো করেছি আপনাকে মুখ্যমন্ত্রী করে৷ এই লোকটার কোনও বোধ-বুদ্ধি নেই৷ আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়ে ভুল করেছি আমি৷’
বিজেপির বিধায়করা নীতীশের এই মন্তব্যের প্রতিবাদ করলেও, তিনি থামেননি৷ উল্টে আরও বলেন, ‘এখন উনি রাজ্যপাল হতে চাইছেন৷ করে দিন ওঁকে রাজ্যপাল৷ ওঁর পরিবারের সদস্যরা বিরক্ত, ওঁর শ্রেণির (দলিত) মানুষরাও ক্ষোভ পুষে রেখেছেন৷ আগে উনি কংগ্রেসে ছিলেন, এখন কোনও কাজের নন উনি৷’