• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

সেনার টোপে লাস্যময়ী পাক অভিনেত্রী

ইসলামাবাদ ,৪ জানুয়ারী — বেশ কিছু ক্ষেত্রে কিছু অভিনেত্রীতে অভাবে বা স্বভাবে দেহ বিক্রির ব্যবসায় নাম জড়াতে সোনা গেছে। কিন্তু তাই বলে ‘হানি ট্র্যাপে’! নিজের ইউটিউব চ্য়ানেলে এমন উক্তি করে বিপাকে পড়লেন পাকিস্তানের প্রাক্তন সেনা অফিসার আদিল রাজা। আর এই উক্তি করায় রীতিমতো প্রাক্তন অফিসারের বিরুদ্ধে গর্জে উঠলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সজল আলি । সেনা

ইসলামাবাদ ,৪ জানুয়ারী — বেশ কিছু ক্ষেত্রে কিছু অভিনেত্রীতে অভাবে বা স্বভাবে দেহ বিক্রির ব্যবসায় নাম জড়াতে সোনা গেছে। কিন্তু তাই বলে ‘হানি ট্র্যাপে’! নিজের ইউটিউব চ্য়ানেলে এমন উক্তি করে বিপাকে পড়লেন পাকিস্তানের প্রাক্তন সেনা অফিসার আদিল রাজা। আর এই উক্তি করায় রীতিমতো প্রাক্তন অফিসারের বিরুদ্ধে গর্জে উঠলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সজল আলি ।

সেনা আধিকারিক আদিলের রয়েছে একটি ইউটিউব চ্য়ানেল। যার নাম ‘সোলজার স্পিকস’। সেখানেই আদিল বলেন, পাক সেনাবাহিনীতে সে দেশের অভিনেত্রীদের মধুচক্রের ‘টোপ’ হিসাবে ব্যবহার করা হত। তবে শুধু এটি বলেই ক্ষান্ত দেননি এই আধিকারিক। নাম করেন বেশ কয়েকজন পাক অভিনেত্রীরও। যার মধ্যে রয়েছেন সজল খান। যাকে দেখা গিয়েছিল বলিউড ছবি ‘মম’-এ । ‘মম’ ছবিতে শ্রীদেবীর মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সজল।

এ নিয়ে বিতর্কের মধ্যেই ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন সজল। টুইটারে তিনি লিখেছেন, ‘‘এটা খুবই দুঃখের যে আমাদের দেশ নৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। কুৎসা চলছে। চরিত্রহনন করা হচ্ছে। যা মানবতার সবচেয়ে খারাপ দিক।’’