‘অ-বিজেপি রাজ্যে এত কড়া, বিজেপি শাসিত রাজ্যে কেন নয় ? কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের  

সুপ্রীম কোর্ট (File Photo: iStock)

দিল্লি, ২৫ জুলাই – বিজেপি শাসিত রাজ্যে সরকারের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ করা হয় না , মঙ্গলবার কেন্দ্রকে কড়া প্রশ্ন দেশের শীর্ষ আদালতের।একটি মামলার শুনানিতে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বলে, বিজেপি শাসিত বা বিজেপি সমর্থিত সরকারের রাজ্যে কেন্দ্র কড়া পদক্ষেপ নিতে ব্যর্থ। অথচ যেসব রাজ্যে  অ-বিজেপি সরকার রয়েছে , সেখানে কেন্দ্র কড়া পদক্ষেপ করেছে। উল্লেখ্য, নাগাল্যান্ডে মহিলাদের সংরক্ষণ নিয়ে এক মামলায় কেন্দ্রকে তার পর্যবেক্ষণে এই কথা বলে সুপ্রিম কোর্ট।

নাগাল্যান্ডে মহিলা প্রার্থী সংরক্ষণ মামলায় মঙ্গলবার এজলাসে শুনানি চলাকালীন করা ভ্যর্ৎসনার মুখে পড়ে কেন্দ্রীয় সরকার।  আদালত তার পর্যবেক্ষণে বলছে,’ আপনাদের নিজের পার্টির রাজ্যসরকার গুলির বিরুদ্ধে কেন কড়া পদক্ষেপ করেন না? আর অন্য রাজ্য সরকারগুলির বিরুদ্ধে কড়া  অবস্থান নেন, যা আপনার পক্ষে উপযুক্ত নয়, কিন্তু যখন রাজ্যে আপনার সরকার থাকে তখন কিছুই করেন না।’ 
উল্লেখ্য, নাগাল্যান্ড সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে কোর্টের তরফে দেওয়া নির্দেশ মানা হয়নি এমন অভিযোগ ঘিরে সুপ্রিম কোর্টে চলছিল মামলা। মামলায় নাগাল্যান্ডের স্থানীয় নির্বাচনে ৩৩ শতাংশ সংরক্ষণ ঘিরে ছিল কোর্ট যে রায় দিয়েছিল তা কমিশন ও নাগাল্যান্ড সরকার মান্য করেনি বলে অভিযোগ আসে। সেই মামলার পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট কার্যত কেন্দ্রকে ভর্ৎসনা করে। সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কৌল বলেন, ‘ সংরক্ষণ হল ইতিবাচক পদক্ষেপের একটি ধারণা। মহিলাদের সংরক্ষণ তার উপর ভিত্তি করে। আপনি কীভাবে সাংবিধানিক বিধান থেকে বেরিয়ে আসবেন? আমি এটি বুঝতে পারছি না’। এছাড়াও তিনি বলেন, ‘নাগাল্যান্ড হল এমন একটি রাজ্য যেখানে মহিলাদের শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সবচেয়ে ভালো।’ নাগাল্যান্ডে সামাজিক নানা ক্ষেত্রে মহিলারা এগিয়ে আছেন।  তাহলে নির্বাচনের ক্ষেত্রে কেন তাঁদের সরক্ষণ থাকবে না ? ‘
উল্লেখ্য, সদ্য মণিপুরে মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানোর ভিডিও ঘিরে কড়া বার্তা দিয়েছে কেন্দ্র। এই ভিডিও ঘিরে গোটা দেশে সমালোচনার ঝড় উঠেছে।আদালত বলেছে, এটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। সাম্প্রদায়িক সংঘর্ষের ক্ষেত্রে নারীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।  সাংবিধান লঙ্ঘনের সবচেয়ে মারাত্মক নিদর্শন। সেই ইস্যুতে কোর্টের সাফ বার্তা ছিল, প্রশাসন কিছু না করলে আমরাই করব। এরপর উত্তর পূর্বের আরও এক রাজ্য নাগাল্যান্ডের ঘটনা ঘিরে সুপ্রিম কোর্টের এই বার্তা । ফলে সুপ্রিম কোর্টে আবার মুখ পুড়ল কেন্দ্র তথা বিজেপি শাসিত সরকারের।