ভারত:- ভারতীয় রেলে বন্দে ভারত এক্সপ্রেস যাত্রীদেরও বেশ পছন্দ হয়েছে। বন্দে ভারতের টিকিট বিক্রি বড় অঙ্কের রোজগার করেছে ভারতীয় রেলওয়ে। সূত্রের খবর, আর এই সাফল্যের পর আসতে চলেছে বন্দে ভারত স্লিপার এবং কম দূরত্বের জন্যে চলবে বন্দে ভারত মেট্রোও। এই বছরেই ট্রেনটি লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এই বছরের শেষ অর্থাৎ ডিসেম্বরে বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করতে পারেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারিতে বন্দে ভারত স্লিপারের তৈরির কাজ চলছে। এমনটাই জানিয়েছেন ফ্যাক্টারির জেনারেল ম্যানেজার বি জি মাল্য। শুধু তাই নয়, চলতি আর্থিক বছরের শেষেই বন্দে ভারত স্লিপার এবং মেট্রো লঞ্চ করা হবে বলেও জানিয়েছেন ওই আধিকারিকের। বন্দে ভারত স্লিপারে শুয়ে যাত্রা করা যাবে। আর এটাই এই ট্রেনের ইউএসপি। আর সেই মতো ট্রেনটির বগিগুলিকে নির্মান করা হয়েছে। সূত্রের খবর, এই সেমি বুলেট স্লিপারে ১৬টি কোচ থাকবে। যার মধ্যে ১১টি থ্রি টায়ার কোচ, চারটি ২ টায়ার কোচ এবং একটি ফার্স্ট ক্লাস এসি থাকবে বলে জানা গিয়েছে। এই ট্রেনটি এক হাজার বা তার বেশি দূরত্বের জন্যে চালানো হবে। জানা গিয়েছে, এছাড়াও আধুনিক সমস্ত সুযোগ সুবিধাই থাকবে এই ট্রেনে। যেমন প্যাসেঞ্জারকে আপডেট রাখতে এলইডি স্ক্রিন রাখা থাকবে। পাশাপাশি ওয়াই-ফাই সুবিধা থাকবে। জিপিএস সিস্টেম, মোবাইল চার্জ দেওয়ার পয়েন্ট সহ একাধিক আধুনবিক সুবিধা এই ট্রেনে থাকবে। একই সঙ্গে যাত্রী সুরক্ষার বিষয়টিও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। আর সেই কারনে ট্রেনে থাকবে অটোমেটিক ফায়ার সেন্সর।