কালীপুজোর দিন আছড়ে পড়তে চলেছে সিতরাং।চারিদিকে সতর্কতা জারি
কলকাতা,২৪ অক্টোবর — কালীপুজো ও দীপাবলির সময়ে চারিদিকে যখন খুশির মেজাজ ,আলোয় ভোরে উঠেছে গোটা শহর।মানুষ উৎসবে মেতেছে।ঠিক তখনই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়।২০২০ সালের আবহদফতর ঝড়ের নামের তালিকা জারি করেছিল।সেই তালিকা অনুযায়ী অশনির পরে আন্দামান সাগরে নিন্মচাপ ঝরে পরিণত হলে ,তা এইবছর দ্বিতীয় ঘূর্ণিঝড় হতে চলেছে।আর সেই অনুযায়ী এর নাম দেওয়া হয়েছে সিতরাং।সূত্রের খবর এই নাম