• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কালীপুজোর দিন আছড়ে পড়তে চলেছে সিতরাং।চারিদিকে সতর্কতা জারি 

 কলকাতা,২৪ অক্টোবর — কালীপুজো ও দীপাবলির সময়ে চারিদিকে যখন খুশির মেজাজ ,আলোয় ভোরে উঠেছে গোটা শহর।মানুষ উৎসবে মেতেছে।ঠিক তখনই ধেয়ে আসছে  ঘূর্ণিঝড়।২০২০ সালের আবহদফতর ঝড়ের নামের তালিকা জারি করেছিল।সেই তালিকা অনুযায়ী অশনির পরে আন্দামান সাগরে  নিন্মচাপ ঝরে পরিণত হলে ,তা এইবছর দ্বিতীয় ঘূর্ণিঝড় হতে চলেছে।আর সেই অনুযায়ী এর নাম দেওয়া হয়েছে সিতরাং।সূত্রের খবর এই নাম

 কলকাতা,২৪ অক্টোবর — কালীপুজো ও দীপাবলির সময়ে চারিদিকে যখন খুশির মেজাজ ,আলোয় ভোরে উঠেছে গোটা শহর।মানুষ উৎসবে মেতেছে।ঠিক তখনই ধেয়ে আসছে  ঘূর্ণিঝড়।২০২০ সালের আবহদফতর ঝড়ের নামের তালিকা জারি করেছিল।সেই তালিকা অনুযায়ী অশনির পরে আন্দামান সাগরে  নিন্মচাপ ঝরে পরিণত হলে ,তা এইবছর দ্বিতীয় ঘূর্ণিঝড় হতে চলেছে।আর সেই অনুযায়ী এর নাম দেওয়া হয়েছে সিতরাং।সূত্রের খবর এই নাম থাইল্যান্ডের দেওয়া।বিভিন্ন দেশ এই নাম রাখার সুযোগ পায়।

ক্রমশ এগিয়ে আসছে সিতরাং। হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে ৩৮০ কিলোমিটার দূরে রয়েছে সিতরাং। আগামী ১২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনে পরিণত হবে। তখন এর অভিমুখ হবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে।

সিতরাং-এর  ল্য়ান্ডফল এ রাজ্যে না হলেও ঘূর্ণিঝড়ের  রেশ বাংলার উপকূলের জেলাগুলিতে বেশি পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার ভোররাত থেকেই দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে দমকা হাওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে কালীপুজোর সকাল থেকে আকাশে দুর্যোগের মেঘ। দিঘা, মন্দারমনি, বকখালির মতো সৈকত শহরগুলিতে সতর্কতা জারি হয়েছে।