সিসোদিয়ার ১৪ দিনের জেল হেফাজত, নতুন ঠিকানা তিহাড়

দিল্লি, ৬ মার্চ– মদ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজত শেষ হওয়ার পর সোমবার দিল্লির সদ্যপ্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সোমবার আদালতে পেশ করা হয়েছিল। শুনানি শেষে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আগামী ২০ মার্চ পর্যন্ত মণীশ সিসোদিয়াকে রাখা হবে তিহাড় জেলে। এদিন সিসোদিয়া ফের বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার জন্যই বিজেপি এজেন্সি লেলিয়ে দিয়ে এসব করাচ্ছে। ছিটেফোঁটাও দুর্নীতি প্রমাণ করতে পারবে না।’

প্রথম দফায় সাত দিনের সিবিআই হেফাজত শেষে মণীশকে শনিবার আদালতে পেশ করা হয়েছিল। শনিবার কেন্দ্রীয় এজেন্সি ফের দু’দিনের জন্য অরবিন্দ কেজরিওয়ালের সদ্য প্রাক্তন ডেপুটিকে হেফাজতে নিতে চায়। আদালত তা মঞ্জুর করে। সেই মেয়াদ শেষের পর সোমবার সিসোদিয়াকে আদালতে পেশ করেছিল সিবিআই।


কেন্দ্রীয় এজেন্সির দাবি, ২০২০-২১ সালের মদ দুর্নীতির তদন্তে মণীশ সিসোদিয়া তদন্তে সহযোগিতা করছেন না। তাঁর হাতেই ছিল আবগারি দফতর। সে কারণেই তাঁকে গ্রেফতার করা হয়।