সিনেমা সমাজের প্রতিচ্ছবি, সিনেমা মানুষের কথা বলে। এমনই এক সামাজিক ঘটনার অবলম্বনে তৈরি কেএসএস প্রোডাকশন এবং এন্টারটেইনমেন্ট তাদের প্রথম হিন্দি ফিচার ফিল্ম ‘সিনিওলচু’ ঘোষণা করলেন। পরিচালক ইন্দ্রনীল ঘোষ পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রঘুবীর যাদব, প্রেম কুমার প্রধান, রিয়া ভুজেল এবং তিয়াশা-কে। শুক্রবার শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরিচালক সহ ছবির সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন দীপান্বিতা ঘোষ। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভঙ্কর ভড়। সম্পাদনা করেছেন সুজয় দত্ত রায়। সঙ্গীত পরিচালনায় দেবজ্যোতি মিশ্র। অভিনয়ের পাশাপাশি রঘুবীরের গলায় গানও থাকছে এই ছবিতে। ‘সিনিওলচু’ সিকিমের পটভূমিতে তৈরি। এদিন ছবির বিষয় নিয়ে সাংবাদিকদের পরিচালক জানালেন, ‘সিকিমের উচ্চতম পর্বতশৃঙ্গ সিনিওলচু। সেখানের এক ছোট সুন্দর গ্রামে মধ্যবয়সী দাউয়ার বাস। পেশায় মুরগি প্রতিপালক দাউয়ার পেট চলে ডিম বিক্রি করে। আট বছরের মায়া তাঁর একমাত্র বন্ধু। যার সঙ্গে সে তাঁর সব সুখ-দুঃখের কথা ভাগ করে নেয়। হঠাৎ একদিন গ্রামের প্রধান মুরগি ও ডিম বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেন। এর পর কী হয় সেই নিয়ে এগিয়ে চলে গল্প।’ প্রযোজক কান সিং সোধা জানালেন, ‘চরিত্রদের ঘরগুলি সিনিওলচু পিকের পটভূমিতে তৈরি করা হয়েছে। সিকিমি জনগণের সাংস্কৃতিক সূক্ষ্মতা স্ক্রিপ্ট জুড়ে হাইলাইট করা হয়েছে এবং সহায়ক চরিত্র স্থানীয় মানুষদের দ্বারা অভিনীত।’ এদিন অভিনেতা রঘুবীর যাদবকে দেখা গেল খোশ মেজাজে। তিনি জানালেন, ‘গল্পটি প্রকৃতি এবং পাহাড়ের নরম স্বভাবের মানুষের সাথে এতটাই দৃঢ়ভাবে যুক্ত যে এই ছবিটি দেখার পরে আমি নিশ্চিত যে, অনেকেই এখানে শান্তি ও প্রশান্তি পেতে চাইবেন।’ সত্য ঘটনার উপর ভিত্তি করে একটি মানবিক গল্প ‘সিনিওলচু’ এবং বয়সের বাধা অতিক্রম করে দুটি মানুষের মধ্যে বন্ধুত্বের মধুর সম্পর্কটি একটি অনন্য এবং হৃদয়স্পর্শী। এই ছবিতে বহু শিল্পী ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসিড) গ্যাংটক কেন্দ্রের শিক্ষার্থীদের দেকা যাবে। পরিচালক নিজে ছাত্রদের ওয়ার্কশপ করিয়েছেন। প্রেক্ষাগৃহে মুক্তির আগে বিভিন্ন চলচ্চিত্র উৎসব ‘সিনিওলচু’ ছবিটি পাঠানো হবে বলে জানিয়েছেন পরিচালক।