মন্ত্রিত্ব, সঙ্গে ৫০ কোটি নগদ, কর্নাটকে টোপ বিজেপির, তোপ কংগ্রেসের

কর্নাটকে বিজেপি ফের কংগ্রেসের বিধায়ক ভাঙিয়ে ক্ষমতায় ফিরতে চাইছে বলে অভিযোগ করলেন মুখ‍্যমন্ত্রী সিদ্দারামাইয়া শনিবার বেঙ্গালুরুতে রাজ‍্যের কংগ্রেস সরকারের মুখ‍্যমন্ত্রী বলেন, আমার কাছে খবর আছে বিজেপি নেতারা ব‍্যাক ডোর দিয়ে ক্ষমতায় ফিরতে চাইছেন কিন্তু এবার তাদের উদ‍্যোগ সফল হবে না

বিজেপির বিরোধী দল ভাগিয়ে সরকার গঠনের কৌশলের পোশাকি নাম ‘অপারেশন লোটাস’ ২০১৮-সালে তৎকালীন কংগ্রেস-জেডিএস সরকারের বিধায়ক ভাঙিয়ে কর্নাটকে ক্ষমতায় ফিরেছিল পদ্ম শিবির এ বছর মার্চে বিধানসভা নির্বাচনে হেরে যায় তারা এক সংখ‍্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গড়ে কংগ্রেস

তাৎর‍্যপূর্ণ হল, দু’দিন আগে উপমুখ‍্যমন্ত্রী ডিকে শিবকুমারও বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ করেন তার আগে মাণ্ডর কংগ্রেস বিধায়ক রবিকুমার গৌড়া অভিযোগ করেন তাঁকে বিজেপির তরফে ৫০ কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছে তাঁর আরও অভিযোগ, এবার আর পদ্ম শিবির ১৭-১৮জনকে নিতে চাইছে না পারলে গোটা কংগ্রেস বিধায়ক দলকেই বিজেপিতে শামিল করার সংকল্প নিয়ে নেমেছে মুখ‍্যমন্ত্রী ও উপমুখ‍্যমন্ত্রী বিধায়কদের ঐক‍্যবদ্ধ থাকার আর্জি জানিয়েছেন


কংগ্রেসের অভিযোগ নিয়ে বিজেপির কেন্দ্রীয় বা রাজ‍্য নেতৃত্ব এখনও কোনও মন্তব‍্য করেনি কংগ্রেসের বক্তব‍্য, বিজেপি এবার ভিন্ন খেলা শুরু করেছে পদ্ম শিবিরের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী ভিএস ইয়েদুরাপ্পার এক পিএ সম্প্রতি বিজেপি ছেড়ে জেডিএসে যোগ দিয়েছেন সেই ব‍্যক্তিই এখন ভোল বদল করে বিজেপির হয়ে কংগ্রেসের বিধায়কদের দল ভেঙে বেরিয়ে আসার প্রস্তাব দিচ্ছেন

সরকার ভাঙার চক্রান্তের অভিযোগ নিয়ে বিজেপি নীরব থাকলেও সিদ্দারামাইয়ার সরকারের বিরুদ্ধে তারা সরব সরকারের দান খয়রাতির ফলে উন্নয়ন আটকে গিয়েছে অভিযোগ করে বিজেপি রাজ‍্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে এই ব‍্যাপারে সরকারের ব‍্যর্থতা অবশ‍্য গোপন নেই একাধিক কংগ্রেস বিধায়ক এলাকাবাসীর উদ্দেশে সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়েছেন সরকারের টাকা নেই তাই রাস্তাঘাট সারাইয়ের মতো জরুরি কাজও করা যাচ্ছে না এই ধরনের পোস্ট সরকারের অস্তস্তি বাড়িয়েছে

পরিস্থিতি সামাল দিতে সিদ্দারামাইয়া নিয়ম করে কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছেন অন‍্যদিকে, বিজেপির অভিযোগ, কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি মেটাতেই সরকারের সব টাকা খরচ হয়ে যাচ্ছে রাজ‍্যে উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে পরিস্থিতি বদলের জন‍্য তারা ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ ফের রাজ‍্যে বিজেপিকে ক্ষমতায় আনার কথা বলছে দলের বক্তব‍্য, মানুষের চাপের মুখে কংগ্রেস বিধায়কেরা আর কিছুদিন পর বিদ্রোহ করবে