• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সুস্থ হয়ে বিশ্বকাপে খেলবেন শুভমান গিল!

ভারত:- ভারতের বিশ্বকাপ শুরুর আগে থেকেই শুভমান গিলকে নিয়ে উদ্বেগ চরমে উঠে। ডেঙ্গি আক্রান্ত হয়ে বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন গিল। শনিবার ভারত পাকিস্তান মহারণ। গত কয়েকদিনের উৎকণ্ঠা শেষে গিলকে আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। আগের থেকে অনেকটাই ভালো আছেন তারকা ক্রিকেটার। তাঁর অসুস্থতা উদ্বেগে রেখেছিল টিম ম্যানেজমেন্টকে। চিন্তায় ছিলেন ভারতীয় ক্রিকেট

ভারত:- ভারতের বিশ্বকাপ শুরুর আগে থেকেই শুভমান গিলকে নিয়ে উদ্বেগ চরমে উঠে। ডেঙ্গি আক্রান্ত হয়ে বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন গিল। শনিবার ভারত পাকিস্তান মহারণ। গত কয়েকদিনের উৎকণ্ঠা শেষে গিলকে আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। আগের থেকে অনেকটাই ভালো আছেন তারকা ক্রিকেটার। তাঁর অসুস্থতা উদ্বেগে রেখেছিল টিম ম্যানেজমেন্টকে। চিন্তায় ছিলেন ভারতীয় ক্রিকেট ভক্তদেরও। অবশেষে শুভমানকে নিয়ে খানিকটা স্বস্তির বাতাস এল ভারতীয় শিবিরে। সূত্রের খবর, একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে আগের থেকে অনেকটাই ভালো আছেন টিম ইন্ডিয়ার ওপেনার। এমনকি শুভমান গিল সুস্থ হয়ে উঠেছেন। শনিবার ভারত বনাম পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের অংশ হতে আমদাবাদে পৌঁছে যাবেন শুভমান গিল। মনে করা হচ্ছে ১৪ অক্টোবর মেগা ম্যচেই বিশ্বকাপে অভিষেক হতে পারে তার।
সূত্রের খবর, জানা গিয়েছে, যখন দিল্লিতে রশিদ খানদের বিরুদ্ধে যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে রোহিত-বিরাটরা, তখন আমাদেবাদের পথে রওনা দিতে চলেছেন সুবমান। কমার্শিয়াল ফ্লাইটে চেপে পৌঁছবেন গিল। সঙ্গে থাকবে বিসিসিআইয়ের বিশেষ মেডিক্যাল টিম। যাঁরা পঞ্জাবের ওপেনারকে শুরু থেকে নজরে রেখেছেন। তবে শুভমান গিল এখনও পর্যবেক্ষণের মধ্যেই রয়েছেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে গিল খেলবেনই এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। চেন্নাইয়ে আসার পরই বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ফলে ভারতীয় দলের তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের সঙ্গে মাঠেই আসতে পারেননি। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বিবৃতি দিয়ে জানিয়ে দেন আফগানিস্তান ম্যাচে খেলতে পারবেন না শুভমান। সূত্রের খবর, শুভমানের পুরোপুরি সুস্থ হতে যেহেতু সময় লাগবে, তাই নির্বাচকরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে তাঁর জায়গায় আপাতত দলে বদলি নেওয়ার কথা ভাবতে পারেন, এমনই খবর ভেসে উঠেছিল। কিন্তু আপাতত সেই জল্পনা অবসান হয়ে গেল।