ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা, এক কিশোর-সহ মৃত ৩

ওয়াশিংটন, ২৪ সেপ্টেম্বর– ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। এবার আটলান্টায় এক শপিং মলের কাছে চলল গুলি। এক কিশোর-সহ ৩ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আমেরিকার স্থানীয় সময় দুপুর দেড়টায় ওই হামলা হয়। জানা গিয়েছে, ৩ জন মৃতের মধ্যে একজন হামলাকারী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এক ব্যক্তি বন্দুক হাতে আচমকাই গুলি চালায়। তাঁর গুলিতে দুজন আহত হন। একজন সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন। অন্যজন পালটা গুলি চালান। তারপর তিনিও লুটিয়ে পড়েন। মারা যায় হামলাকারীও। পুলিশ তদন্ত শুরু করেছে। এর পিছনে আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

গত কয়েকমাস ধরেই একের পর এক বন্দুকবাজের হামলা হয়েছে আমেরিকায়। পুলিশ ও প্রশাসনের শত চেষ্টা সত্ত্বেও কিছুতেই থামছে না এমন ঘটনা। গত বছরের জুন মাসে বহুচর্চিত আগ্নেয়াস্ত্র নিয়য়ন্ত্রণ বিলে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডে । এর ফলে বন্দুক কেনার আগে ক্রেতার রেকর্ড আরও বেশি করে খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে খদ্দেরকে বেশকিছু শর্তও পূরণ করতে হবে। কিন্তু নতুন আইনেও পরিস্থিতি বিশেষ বদলায়নি তা এদিনের ঘটনায় স্পষ্ট।