• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অতিরিক্ত সময়ের সুযোগেই ইস্তফার ঘোষণা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের 

ইসলামাবাদ, ৯ আগস্ট– মাত্র এক বছর পাক মসনদে ছিলেন শাহবাজ শরিফ । গত বছর এপ্রিল মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে দিয়ে পদে বসেছিলেন শাহবাজ শরিফ । আর মাত্র একবছরের মধ্যেই বুধবারই ইস্তফা দেওয়ার ঘোষণা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের । আর সেই সঙ্গেই তিনি সেদেশের প্রেসিডেন্ট আরিফ আলভিকে পরামর্শ দেবেন পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার।

ইসলামাবাদ, ৯ আগস্ট– মাত্র এক বছর পাক মসনদে ছিলেন শাহবাজ শরিফ । গত বছর এপ্রিল মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে দিয়ে পদে বসেছিলেন শাহবাজ শরিফ । আর মাত্র একবছরের মধ্যেই বুধবারই ইস্তফা দেওয়ার ঘোষণা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের । আর সেই সঙ্গেই তিনি সেদেশের প্রেসিডেন্ট আরিফ আলভিকে পরামর্শ দেবেন পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার। প্রেসিডেন্ট সাড়া দিলে ৪৮ ঘণ্টার মধ্যে সেই প্রক্রিয়াও সম্পন্ন হবে। উদ্দেশ্য, বছরের শেষে হতে চলা নির্বাচনের আগে হাতে অতিরিক্ত সময় রাখা। আগামী ১৪ আগস্ট বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে। সম্ভবত অক্টোবর মাসে নির্বাচন হতে পারে পাকিস্তানে।

শাহবাজ শরিফও গদি ছাড়তে চলেছেন। তবে তা নির্বাচনের প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নির্বাচনের আগে সরকার ভেঙে দিতে হয়। কিছুদিনের জন্য দেশ চালানোর ভার নেয় কেয়ারটেকার সরকার। নির্বাচনে লড়ার জন্য কোনও দলই যেন বেশি সুবিধা না পায়, তা নিশ্চিত করতেই এমন নিয়ম। বিরোধী দলনেতা ও দেশের প্রধানমন্ত্রী মিলে ঠিক করেন, অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কে হবেন। সেখানে একমত হতে না পারলে একটি কমিটির কাছে নাম প্রস্তাব করতে হয়। সেখানেও চূড়ান্ত সিদ্ধান্ত না হলে দেশের নির্বাচন কমিশনের তরফেই একজনকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়।

এখন দেখার, বুধবার শরিফের ইস্তফার পরে এই সংক্রান্ত কী পদক্ষেপ করা হয়।