হুগলী , ১৮ মার্চ – যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ইডির হাতে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। তারই মধ্যে এবার সাংবাদিকদের সামনে এলেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা। তাঁর দাবি, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে বিপুল পরিমান সম্পত্তির কথা সংবাদমাধ্যমে তুলে ধরা হচ্ছে সে সম্পর্কে তিনি ওয়াকিবহাল নন। তবে শান্তনুর কি আছে না আছে তার কিছুটা তিনি জানেন, বলে জানান শান্তনুর স্ত্রী প্রিয়ঙ্কা বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিকের কাছে এমনটাই দাবি করেছেন তিনি।