কলকাতা , ২৭ এপ্রিল – নিয়োগ দুর্নীতি মামলায় এবার ডেকে পাঠান হল তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা যায় তাঁকে। নিয়োগ দুর্নীতি মামলায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের হদিস পেতেই প্রিয়াঙ্কাকে ডেকে পাঠিয়েছে ইডি।
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার নামে একাধিক সম্পত্তির সন্ধান পায় ইডি। বাড়ি, ফ্ল্যাট ছাড়াও একটি সংস্থার ডিরেক্টর হিসাবেও শান্তনুর স্ত্রীর নাম রয়েছে বলে জানতে পারে ইডি। এই সংস্থার নামে আবার কিছু সম্পত্তি কেনা হয়। ওই সংস্থার এক কর্মী রাকেশ মণ্ডলকে জিজ্ঞাসাবাদও করেছে ইডি। এ বার তলব করা হল প্রিয়াঙ্কাকেও। ইডি সূত্রে খবর, প্রিয়াঙ্কার সমস্ত সম্পত্তি এবং তাঁর নামে থাকা সংস্থার লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার পর ইডির দফতরে ঢোকেন প্রিয়াঙ্কা। ইডির দফতরে আগেও এক বার এসেছেন প্রিয়াঙ্কা। তবে সে বার ইডি তলব করেনি।