মার্শের বিশ্বকাপ ট্রফির উপর পা তোলা নিয়ে গর্জে উঠলেন শামি।

ভারত:- ফাইনাল ম্যাচের পর কেটে গিয়েছে কয়েকটা দিন। বিশেষ করে চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপ ট্রফির ওপর যেভাবে পা তুলে রেখেছিলেন মিচেল মার্শ, তা নিয়ে বিতর্ক কম হয়নি, এবার এই ঘটনায় অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে কড়া জবাব দিলেন মহম্মদ শামি। সূত্রের খবর, বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সেই ছবিতে দেখা যায়, হাতে পানীয় নিয়ে দু’টি পা ট্রফির ওপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। আর এই ছবি নিয়েই শুরু হয় প্রবল সমালোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের তারকা পেসার শামি। সূত্রের খবর, জানা গিয়েছে, শামি এই বিষয়ে জানিয়েছেন, এই ছবি দেখে তিনি খুব কষ্ট পেয়েছেন। যে শিরোপার জন্য বিশ্বের সব দল লড়াই করে, যে ট্রফি আপনার মাথার ওপর তুলে ধরার কথা, আর সেই ট্রফির ওপর পা রাখে কখনও আনন্দ দিতে পারে না।মার্শের এমন ব্যবহারে শামি যে কষ্ট পেয়েছেন তা তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট। তবে এমন ছবি প্রকাশ্য আসাতে বিপাকেও পড়েছেন অজি তারকা ক্রিকেটার। জানা গিয়েছে, পণ্ডিত কেশব নামে আলিগড়ের একজন আরটিআই অ্যাক্টিভিস্ট মিচেল মার্শের বিরুদ্ধে দিল্লি এক থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এই নিয়ে ছয়বার একদিনের বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। কিন্ত মাঠের বাইরে একজন অজি ক্রিকেটারের এমন ঔদ্ধত্য লজ্জার। জানা গিয়েছে, বিশ্বকাপ পর্ব শেষে আপাতত উত্তর প্রদেশে গ্রামের বাড়িতে এসেছেন শামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।