• facebook
  • twitter
Friday, 19 December, 2025

আচরভর্তি জার নিয়ে আটক মীরা

মুম্বাই,২৬ ডিসেম্বর– ভাবুন! আচারভর্তি জার নিয়ে এমন বিপদে পড়তে হবে তা কি জানতেন শাহিদ কাপুরের স্ত্রী মিরা কাপুরের। সেই জার নিয়ে বিমানে ওঠা কাল হল তাঁর।  গোটা ঘটনায় এতটাই অবাক মীরা যে, ইনস্টাগ্রামে লিখে ফেললেন পুরো ঘটনা। মীরা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একটি প্যাকেটে আচার ভরতি। সেই প্যাকেটের ছবি শেয়ার

মুম্বাই,২৬ ডিসেম্বর– ভাবুন! আচারভর্তি জার নিয়ে এমন বিপদে পড়তে হবে তা কি জানতেন শাহিদ কাপুরের স্ত্রী মিরা কাপুরের। সেই জার নিয়ে বিমানে ওঠা কাল হল তাঁর।  গোটা ঘটনায় এতটাই অবাক মীরা যে, ইনস্টাগ্রামে লিখে ফেললেন পুরো ঘটনা।

মীরা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একটি প্যাকেটে আচার ভরতি। সেই প্যাকেটের ছবি শেয়ার করে মীরা লিখলেন, ‘যখন তোমাকে এয়ারপোর্টে আটকানো হয় ঘরে বানানো, ভালবাসায় ভরা , শীত-স্পেশ্যাল ফুলকপি-শালগমের আচার।’ সঙ্গে মীরা লিখলেন, ‘তুমি পাঞ্জাবি হলে এটা আরও ভাল করে বুঝবে।’ আর শেষে লিখলেন, ‘আর এরপর অফিসিয়ালরা হেসে বলে আচার আছে… যেতে দাও।’

বলিউড অভিনেতা শাহিদ কাপুরকে ২০১৫ সালে বিয়ে করেন মীরা। ২০১৬ সালে জন্ম হয় শাহিদ ও মীরার মেয়ে মিশার। ২০১৮ সালে শাহিদ-মীরার কোল আলো করে আসে ছেলে জৈন। চলতি বছরের জুলাই মাসে সাত বছর পূর্ণ হয় মীরা ও শাহিদের বিয়ের।

Advertisement

Advertisement

Advertisement