• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সর্বকালীন রেকর্ড গড়ল সেনসেক্স, বাড়ল নিফটিও 

মুম্বাই, ৪ ডিসেম্বর – চার রাজ্যের মধ্যে ৩ রাজ্যেই গেরুয়া শিবিরের জয়জয়কার। আর তারই প্রভাব পড়ল শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই লাফিয়ে বেড়েছে শেয়ার বাজার। সর্বকালীন রেকর্ড গড়ল সেনসেক্স। নিফটিও বাড়ল ১ শতাংশ। সোমবার ৯০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্সের পরিমাণ। ইতিহাসে প্রথমবার ৬৮ হাজারের গণ্ডি পেরোল সেনসেক্স। এক শতাংশ বেড়ে ২০ হাজারের সীমা পার করেছে নিফটিও। শেয়ার বাজারের এই উত্থানে

মুম্বাই, ৪ ডিসেম্বর – চার রাজ্যের মধ্যে ৩ রাজ্যেই গেরুয়া শিবিরের জয়জয়কার। আর তারই প্রভাব পড়ল শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই লাফিয়ে বেড়েছে শেয়ার বাজার। সর্বকালীন রেকর্ড গড়ল সেনসেক্স। নিফটিও বাড়ল ১ শতাংশ। সোমবার ৯০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্সের পরিমাণ। ইতিহাসে প্রথমবার ৬৮ হাজারের গণ্ডি পেরোল সেনসেক্স। এক শতাংশ বেড়ে ২০ হাজারের সীমা পার করেছে নিফটিও। শেয়ার বাজারের এই উত্থানে লাভবান হয়েছে রিলায়্যান্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের মতো একাধিক ভারতীয় সংস্থা। একদিনের মধ্যেই ১ থেকে ৩ শতাংশ বেড়েছে তাদের শেয়ার। লাভের হাসি  লগ্নিকারীদের মুখেও । ভারতীয়দের স্টকের মূল্য প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে খবর। স্মল ও মিডক্যাপে লগ্নিকারীদের লাভের পরিমাণও ১ শতাংশের কাছাকাছি পৌঁছয় ।

শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, বিজেপির জয়ের ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। কারণ পদ্ম শিবিরের তিন রাজ্যে ক্ষমতা দখলের খবর ছড়িয়ে পড়তেই বাজারে স্থিতাবস্থা তৈরি হয়। ফলে নানা ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণও বাড়ছে। চাঙ্গা হয়ে ওঠে শেয়ার বাজার। পাঁচ রাজ্যে বিধানসভার ফলের আঁচ পড়বে ২০২৪ লোকসভা নির্বাচনেও, এমনটাই মনে করছেন শেয়ার বাজারের ওয়াকিবহাল মহল। কারণ বিজেপির গড় বলে পরিচিত উত্তরপ্রদেশ ও গুজরাটের পাশাপাশি এই তিন রাজ্যের লোকসভা আসন মিলিয়ে ২০০র কাছাকাছি পৌঁছে যেতে পারে গেরুয়া শিবির।

উল্লেখ্য, ২০২৪-এর আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছিল যুযুধান রাজনৈতিক দলগুলি। আসন্ন লোকসভা নির্বাচনের আগে  বিধানসভায় বিজেপির একচ্ছত্র সাফল্য বিজেপির।