বাজেটের ঠেলায় ঊর্ধ্বমুখী সেনসেক্স, শেয়ার বাজারে খুশির হাওয়া

মুম্বাই,১ ফেব্রুয়ারি– আগামী অর্থ বছরের বাজেট পেশের আগেই উর্ধমুখী সেনসেক্স। বিগত কয়েকদিন ধরে চলা আদানি পর্ব কাটিয়ে তরতরিতে উঠতে শুরু করল সেনসেক্স । বুধবার বাজার খুলতেই দেখা গেল সেনসেক্স ৪০০ ছাড়িয়ে গেছে। শুধু তাই নয় নিফটি-র গ্রাফও বাড়ছে পাল্লা দিয়ে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই মোদি সরকারের শেষ বাজেট। তাই এই বাজেট ঘিরে মানুষের মধ্যে প্রত্যাশাও তুঙ্গে। বুধবার ১১টা নাগাদ সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

বুধবার বাজার খুলতেই চড়চড়িয়ে বেড়ে গেল সেনসেক্স। মঙ্গলবার শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ছিল ৫৯,৫৫০। এদিন সকাল সকাল সেটাই দাঁড়াল ৬০,০৭৮। এক ধাক্কায় ৪০০ বেড়ে যায়। পরে তা ৫০০-এর গন্ডিও ছড়িয়ে যায়।


সেনসেক্সের পাশাপাশি নিফটিও বেড়েছে। মঙ্গলবার বাজার বন্ধের সময় নিফটি ছিল ১৭,৬৬২। বাজার খুলতেই সেই নিফটি পয়েন্ট ১৫০ বাড়ল। বিগত দিন কয়েক যেভাবে শেয়ার পতনের ফলে দালাল স্ট্রিটে হাহাকার ছিল, বাজেটের দিন সেই চিত্র পাল্টাল।