দিল্লি, ১৫ মে – ফের দেখা হল অনুব্রত মন্ডলের সঙ্গে তাঁর মেয়ে সুকন্যার। এই নিয়ে দ্বিতীয়বার দেখা হল বাবা ও মেয়ের। শনিবার তিহাড় জেলের অফিসে এদিন দেখা হয় তাঁদের। মেয়েকে দেখেই কান্নায় ভেঙে পড়েন অনুব্রত। জানতে চান, ‘তোর কষ্ট হচ্ছে মা?’
সোমবার মেয়ের সঙ্গে প্রায় ২৫ মিনিট কথা বলার সুযোগ পান অনুব্রত মন্ডল। সূত্রের খবর , প্রথমে মেয়েকে দেখে তাঁর মন দুর্বল হয়ে পড়লেও অনুব্রত এভিন সুকন্যাকে আশ্বাস দিয়ে বলেন, সব ঠিক হয়ে যাবে। এর আগের সাক্ষাতে মেয়েকে অনুব্রত বলেছিলেন, ‘কেন দিল্লি আসতে গেলি ? দিল্লি না এলে তো ওরা তোকে গ্রেফতার করত না।’ এদিনও সুকন্যাকে একই কথা বলেন অনুব্রত। মেয়ে তার জবাবে বলেন, ‘বারবার নোটিস পাঠাচ্ছিল। না এসে কোনও উপায় ছিল না।’
এদিন সুকন্যা অনুব্রতকে জানান, তিনি বারবার অনুব্রতর সঙ্গে তিহাড়ে দেখা করার চেষ্টা করেছিলেন । কিন্তু অনুমতি মেলেনি। তারপর তাঁকে জিচেষ্টা করেছিলেন জ্ঞাসাবাদ করতে ডাকা হয়। এরপর অসহযোগিতার অভিযোগ তুলে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি।
এর মধ্যেই অনুব্রত মণ্ডল ও সুকন্যা মন্ডলের পৃথক মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে সোমবার তিহাড় জেলের অফিসে দেখা হল বাবা-মেয়ের।
গরু পাচার মামলায় গতবছর গ্রেফতার হন অনুব্রত মন্ডল। ওই একই মামলায় গ্রেফতার হন তাঁর মেয়ে সুকন্যাও। একই জায়গায় দুজনে থাকলেও বাবা ও মেয়ের মধ্যে দূরত্ব অনেক। প্রসঙ্গত , এর আগে আদালতে মেয়ের গ্রেফতারি নিয়ে ইডির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনুব্রত। আধিকারিকদের কাছে তাঁর প্রশ্ন ছিল ‘মেয়েকে আরেস্ট করে নিলেন ? বিবেক বলে তো কিছু আছে নাকি ?’