মুম্বই, ৬ সেপ্টেম্বর– শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর। এবার ইনস্ট্যান্ট সেটেলমেন্টের পথে হাঁটতে চলেছে শেয়ার বাজার। ২০২৪ সালের মার্চ মাস থেকেই ট্রেডের এক ঘণ্টা পরই ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার জমা হয়ে যাবে। টাকাও সরাসরি ঢুকে পর্বে ব্যাংক অ্যাকাউন্টে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই। পাশাপাশি, এও দাবি করা হচ্ছে আগামী বছরের অক্টোবরের মধ্যে ইনস্ট্যান্ট সেটলমেন্ট সংক্রান্ত নিয়ম চালু করতে চলেছে সেবি।
উল্লেখ্য, এখন T+1 সেটলমেন্ট চালু রয়েছে। অর্থাৎ যেদিন কেউ কোনও শেয়ার কেনেন, তার পরদিন ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হয়। আর কেউ শেয়ার বিক্রি করলে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ক্রেডিট হয়। কিন্তু সেই প্রক্রিয়া এবার আরও দ্রুত হতে চলেছে। তেমনটাই খবর ।
সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা যাচ্ছে, গত জুলাইয়েই সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচ এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়ে দিয়েছিলেন, শেয়ার বাজারে ইনস্ট্যান্ট সেটলমেন্ট শুরু হতে আর বেশি দিন লাগবে না। দ্রুত তা শুরু করতে বিভিন্ন পার্টির সঙ্গে যে কথাবার্তা চলছে সেকথাও জানিয়ে দেন তিনি।